একই সময়ে দুই লিগ—কোনটাতে খেলবেন রশিদ খান?

বিগ ব্যাশ এবং এসএ২০– দুটি লিগেই খেলার আগ্রহ দেখিয়েছেন রশিদ খানছবি: এএফপি

‘সাউথ আফ্রিকা টি–টোয়েন্টি’ বা ‘এসএটি–২০’ নয়, দক্ষিণ আফ্রিকা তাদের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের নাম দিয়েছে ‘এসএ২০’। আগেই দল, শীর্ষ খেলোয়াড় ও সময় চূড়ান্ত করে ফেলার পর আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে প্রতিযোগিতার নাম ও নিলামের তারিখ।
আগামী জানুয়ারি–ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির খেলোয়াড় নিলাম হবে ১৯ সেপ্টেম্বর। প্রতিটি দল ক্রিকেটার কেনা বাবদ খরচ করতে পারবে ২০ লাখ ডলার।

আরও পড়ুন

তবে নাম বা নিলাম নয়, এসএ২০–এর সামনে জটিলতা ছিল বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে। যে সময়ে দক্ষিণ আফ্রিকার এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে, একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি–২০, অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ এবং বাংলাদেশে বিপিএল হওয়ার কথা।

রশিদ খান, মঈন আলী, লিয়াম লিভিংস্টোনের মতো কেউ কেউ এরই মধ্যে দুটি লিগে নাম লিখিয়ে ফেলেছেন। আরও কিছু খেলোয়াড় দ্বিধায় আছেন দুটি লিগে নাম দেওয়া না–দেওয়া নিয়ে।

আরও পড়ুন

এমন জটিলতা কাটাতে খেলোয়াড় ও লিগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন এসএ২০ কমিশনার গ্রায়েম স্মিথ, ‘গত সপ্তাহে আমি আরব আমিরাতে গিয়েছিলাম আইএলটি–২০ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। আমাদের দুটি লিগই তো হতে হবে। আমরা তাই একটা সমাধানে একমত হয়েছি।’

দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির সব কটিরই মালিকানা কিনেছে আইপিএলের দলের স্বত্বাধিকারী। আরব আমিরাতের লিগেও আইপিএল ফ্র্যাঞ্চাইজি–মালিকদের দল আছে তিনটি। মালিকানা–সংশ্লিষ্টতার পাশাপাশি দুটি লিগই নতুন বলে নিজেদের মধ্যে বোঝাপড়া সামনে হয়তো আরও ভালো হবে।

কিন্তু এরই মধ্যে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কি এসএ২০–এর সঙ্গে সমঝোতায় যাবে? রশিদ খান ও লিভিংস্টোন কোনটা ছেড়ে কোনটা খেলবেন?

দুজনের সঙ্গে কথা বলে এর একটা সমাধানও বের করেছেন গ্রায়েম স্মিথ।

সেটি কী?

গ্রায়েম স্মিথ জানিয়ে দিয়েছেন সেটিও, ‘এখানে সমাধানটা হচ্ছে, তারা প্রথমে বিগ ব্যাশে খেলবে। জানুয়ারির প্রথম কয়েক দিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় থেকে এরপর দক্ষিণ আফ্রিকায় চলে আসবে। আমাদের লিগ তারা পুরোটাই খেলবে।’

বিগ ব্যাশ শুরু হবে ১৩ ডিসেম্বর, শেষ ৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন