‘ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি’

বাংলাদেশ দল টানা দুই ম্যাচ বাজেভাবে হারলেও সেমিফাইনালে খেলার আশা ছাড়েননি মোস্তাফিজুর রহমানছবি : আইসিসি

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপযাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ দলের। কিন্তু ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপের লিগ পর্বে আছে আরও ছয়টি ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের ধারায় ফিরতে হবে বাংলাদেশকে। সেটা কি বাংলাদেশ দলের পক্ষে সম্ভব?

আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর মোস্তাফিজুর রহমানকে এ প্রশ্ন করা হয়। তিনি অবশ্য ইতিবাচক উত্তরই দিয়েছেন, ‘অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টা ছয়টাই জিততে পারি।’

নিউজিল্যান্ডের প্রথম উইকেটটা মোস্তাফিজই নিয়েছেন
ছবি : এএফপি

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই হারে বাংলাদেশ দলের আবহ কেমন, তা জানতে চাইলে মোস্তাফিজ বলেছেন, ‘বেশি আফসোস করলে হবে না। হাতে এখনো ছয়টা ম্যাচ আছে।’

সে জন্য বাংলাদেশ দলের কী করণীয়, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মোস্তাফিজ, ‘আমরা ভালো করার সুযোগ খুঁজছি, কী করলে আমরা ভালো করতে পারব। সবাই মিলে কথা বলছিলাম, কী করলে ভালো করতে পারি।’

আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মোস্তাফিজের পরের কথায় অবশ্য আজকের ম্যাচ নিয়ে আক্ষেপ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪৫ রান করেছে বাংলাদেশ দল। যা ৪২.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় কিউইরা। নিউজিল্যান্ডের এমন সহজ জয়ের পেছনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতাই মূল কারণ।

ম্যাচ শেষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে অভিনন্দন জানান মেহেদী হাসান মিরাজ
ছবি : এএফপি

মোস্তাফিজ অবশ্য সেটা সরাসরি বলেননি, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি চান্স থাকত। ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলত।’ অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘অন্তত ২৮০ হলে ভালো হতো।’