‘ক্যাপ্টেন কুল’ নামটাকে ট্রেডমার্ক অফিসে নিবন্ধন করালেন ধোনি

মহেন্দ্র সিং ধোনিএএফপি

চাপের মুখে মাথা ঠান্ডা রাখতেন। আর ঠান্ডা মাথায় ভারতকে যেমন ম্যাচ জিতিয়েছেন তেমনি বিপদ থেকেও উদ্ধার করেছেন। মহেন্দ্র সিং ধোনিকে লোকে আদর তাই ডাকেন ‘ক্যাপ্টেন কুল।’ ভারতের জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে এখনো অনেকেই ধোনিকে ডাকেন এই নামে। শেষ পর্যন্ত আদুরে এই নামকে নিজের ‘ট্রেডমার্ক’ বানিয়ে নিলেন ভারতের সাবেক এ অধিনায়ক।

আরও পড়ুন

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ক্যাপ্টেন কুল’—নামটি নিজের ট্রেডমার্ক বানাতে আবেদন করেছেন ধোনি। খেলাধুলার অনুশীলন, কোচিং এবং ট্রেনিং সেন্টারের জন্য এই নামটি ব্যবহারের স্বত্ব চান ৪৩ বছর বয়সী এ ক্রিকেটার। সর্বশেষ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ধোনি।

ভারতের ট্রেডমার্কস নিবন্ধন পোর্টালের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ধোনির আবেদন মঞ্জুরের পাশাপাশি প্রকাশ করাও হয়েছে। সংস্থাটির অফিশিয়াল ট্রেডমার্ক জার্নালে গত ১৬ জুন ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কটি প্রকাশ করা হয়।

গত মৌসুমেও আইপিএলে খেলেছেন ধোনি
বিসিসিআই

সংবাদমাধ্যম জানিয়েছে, ধোনির সঙ্গে নামটি ট্রেডমার্ক চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে কেউ যদি এর বিরোধিতা করতে চান, সেই সুযোগ করে দিতেই এটা প্রকাশ করা হয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ না জানান, তাহলে অফিশিয়ালি এই নাম ট্রেডমার্ক হিসেবে নিজের সঙ্গে ব্যবহারের স্বত্ব পাবেন ধোনি। তখন ভবিষ্যতে খেলাধুলার একাডেমি, ফিটনেস ব্র্যান্ড কিংবা অনুশীলন ক্যাম্প চালুর ক্ষেত্রে ভক্তদের দেওয়া এই নামটি ব্যবহার করতে পারবেন তিনি।

আরও পড়ুন

‘ট্রেডমার্ক আইনে সাম্প্রতিক এক অগ্রগতির কথা জানাতে পেরে আমি খুশি।  কীভাবে একজন ব্যক্তির খ্যাতি আর মানুষের মনে গড়ে ওঠা স্বাতন্ত্র্যবোধ আইনি বাধা অতিক্রম করতে পারে, এটা তারই প্রমাণ’—ইন্ডিয়া টুডেকে বলেছেন ধোনির আইনজীবী মানসী আগরওয়াল।

মানসী আরও জানান, কাজটি কিন্তু খুব সহজেই হয়নি। ধোনির পক্ষ থেকে এই নামের ট্রেডমার্ক পেতে প্রথমবার আবেদনের পর ভারতের নিবন্ধন অফিস থেকে ট্রেড মার্কস আইনের ১১ (১) অনুচ্ছেদের অধীনে আপত্তি জানানো হয়েছিল। বলা হয়েছিল এই নামে লোকে বিভ্রান্তিতে পড়তে পারে, কারণ একই রকম নাম রেকর্ডে আছে।

কিন্তু ধোনির আইনজীবী দল যুক্তি দেয়, ‘ক্যাপ্টেন কুল’—নামটি সরাসরি ধোনির সঙ্গে সম্পর্কযুক্ত। এই নাম ভক্ত থেকে সংবাদমাধ্যমে ধোনির সঙ্গে অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে এবং সেটা ধোনির পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও দাবি করেন তাঁরা। মানসী আরও জানান, নামটি যেহেতু খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তাই মানুষের বিভ্রান্তিতে পড়ারও সুযোগ নেই।

আরও পড়ুন

ট্রেড মার্কস নিবন্ধন অফিস শেষ পর্যন্ত ধোনির আইনজীবীদের এই দাবিতে সম্মত হয়। এটা শুধু নাম নয় বরং ধোনির বাণিজ্যিক ইমেজের সঙ্গে এই নাম নিবিড়ভাবে জড়িত বলেও মনে করে ট্রেড মার্কস নিবন্ধন অফিস।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ক্যাপ্টেন কুল’ নামের ট্রেডমার্ক স্বত্ব পেতে ধোনির আগেও আবেদন জমা পড়েছে। ২০২১ সালের জুলাইয়ে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড (ওপিসি) নামে একটি প্রতিষ্ঠান অনলাইন গেমিং ও গেমিং সার্ভিসের জন্য ‘ক্যাপ্টেন কুল’ নামে ট্রেডমার্ক পেতে আবেদন করেছিল। ক্লাস ৪১ ধারার অধীনে ৫০৮৮৮৭ নম্বর এই আবেদনপত্র বর্তমানে ‘সংশোধনী ফাইল’ হিসেবে আছে। এর অর্থ এই আবেদনে কিছু আইনি সমস্যা আছে কিংবা কোনো পক্ষ এ বিষয়ে আপত্তি তুলেছে।

ধোনির আবেদনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এটা এমন হতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। কিংবা ধোনির পক্ষ থেকে চ্যালেঞ্জ করায় প্রভা স্কিল স্পোর্টসের আবেদনপত্র বাতিলও হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।