‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও
ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। কোহলি আজ টেস্ট থেকে অবসর ঘোষণার পর ‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে এই সামরিক কর্মকর্তা তাঁর প্রশংসা করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
দিল্লিতে আজ সংবাদ সম্মেলনে ক্রিকেটের সঙ্গে সাদৃশ্য রেখে ভারতের আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থা বোঝানোর আগে কোহলির অবসর নেওয়ার প্রসঙ্গ টানেন রাজীব ঘাই, ‘আজ সম্ভবত আমাদের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত। কারণ, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্য সব ভারতীয়র মতোই তিনিও আমার পছন্দের ক্রিকেটার।’
গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলা কোহলি আজ ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’ ৩৬ বছর বয়সী এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।
ভারতের আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা বোঝাতে রাজীব ঘাই এরপর ক্রিকেটের সঙ্গে সাদৃশ্য রেখে অ্যাশেজের উদাহরণ টানেন। তিনি প্রথমে বলেন, ‘আমাদের বিমানঘাঁটি এবং অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো খুব কঠিন।’ এরপর সত্তর দশকের অ্যাশেজ সিরিজের উদাহরণ টেনে রাজীব ঘাই বলেন, ‘সম্ভবত সেটা সত্তরের দশক। সে সময় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিখ্যাত একটি অ্যাশেজ সিরিজ হয়েছিল। অস্ট্রেলিয়ার সেরা দুই ফাস্ট বোলার জেফ থমসন ও ডেনিস লিলি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ছিঁড়েখুঁড়ে ফেলেছিলেন।’
রাজীব ঘাই সে সময় অস্ট্রেলিয়ানদের মুখে মুখে রটে যাওয়া একটি মন্তব্যও স্মরণ করেন, ‘অ্যাশেজ টু অ্যাশেজ, ডাস্ট টু ডাস্ট, ইফ থম্মো ডাজন্ট গেট ইউ, লিলি মাস্ট।’ অর্থাৎ, থমসনের কাছ থেকে বেঁচে গেলেও লিলি ছাড়বে না প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। রাজীব ঘাই থমসন ও লিলির উদাহরণ টেনেছেন ভারতের আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা বোঝাতে। সীমান্তের ওপারে পাকিস্তান থেকে ধেয়ে আসা ড্রোন হামলা ঠেকাতে ভারতের কয়েক স্তরের আকাশসীমা প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা বোঝাতে থমসন ও লিলির উদাহরণ টানেন রাজীব ঘাই।
সত্তরের অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে থমসন ও লিলিকে দুটি স্তরে ভাগ করে রাজীব ঘাই বুঝিয়েছেন, কোনো না কোনো স্তরে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান আটকা পড়তেনই। ভারতের আকাশসীমার প্রতিরক্ষাব্যবস্থাও একইভাবে কাজ করে বলে বুঝিয়েছেন রাজীব ঘাই, ‘স্তরগুলো দেখলেই টের পাবেন আমি কী বোঝানোর চেষ্টা করছি। এমনকি সবগুলো স্তর পেরিয়ে এলেও (আকাশসীমা প্রতিরক্ষা) এই ব্যবস্থার যেকোনো একটি স্তর আঘাত হানবেই।’
১৯৭৪–৭৫ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪–১ ব্যবধানে অ্যাশেজ জয়ের মূল নায়ক ছিলেন লিলি ও থমসন। লিলি নিয়েছিলেন ২৫ উইকেট এবং থমসনের শিকার ৩৩ উইকেট।
ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে সংঘর্ষ চলার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এর আগে সেদিন ভোরে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
দুই প্রতিবেশী দেশের মধ্যে এ উত্তেজনার শুরু হয় গত ২২ এপ্রিল, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলা হয়েছে। হামলায় ৩৩ বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত ও ৭৬ জন আহত হন। জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। নিয়ন্ত্রণরেখাজুড়ে (এলওসি) ভারতের একাধিক তল্লাশিচৌকিতেও হামলা করেছে পাকিস্তান।