শাহরুখ খানের ‘ব্ল্যাংক চেক’, না ভারতের কোচ—কোন পথে গম্ভীর

শাহরুখ খানের সঙ্গে গৌতম গম্ভীরএক্স

যত খুশি নাও, তবু কলকাতা নাইট রাইডার্সে থেকে যাও—ঘটনার সারমর্ম ঠিক এ রকমই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রথম পছন্দ গৌতম গম্ভীর। তবে গম্ভীরকে জাতীয় দলের দায়িত্বে দেখতে চান না আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক ও বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান।  

গম্ভীরের নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। খেলোয়াড়ি জীবনে সফল গম্ভীর পরামর্শক হিসেবেও বেশ ভালো করছেন। সর্বশেষ দুই আসরে তিনি ছিলেন লক্ষ্ণৌ সুপার কিংসের পরামর্শক। দুবারই প্লে-অফ পর্বে ওঠে অপেক্ষাকৃত নবীন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ।

গৌতম গম্ভীরকে ১০ বছর কলকাতা নাইট রাইডার্সে চান শাহরুখ খান
বিসিসিআই

এদিকে কলকাতা গত ৯ মৌসুমেও কোনো শিরোপা জিততে না পারায় শেষ পর্যন্ত গম্ভীরেরই দ্বারস্থ হন শাহরুখ খান। পরামর্শকের ভূমিকায় তাঁকে কলকাতায় ফেরাতে সক্ষমও হন শাহরুখ।

গম্ভীরের প্রত্যাবর্তন ‘ম্যাজিকের’ মতো কাজে দিয়েছে। কলকাতা পৌঁছে গেছে এবারের আইপিএল ফাইনালে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।  

ভারতের সংবাদপত্র ‘দৈনিক জাগরণ’ এক প্রতিবেদনে দাবি করেছে, গম্ভীরকে লক্ষ্ণৌ ছেড়ে ১০ বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছিলেন শাহরুখ। বিনিময়ে দিয়েছিলেন একটি ‘ব্ল্যাংক চেক’, যাতে গম্ভীর তাঁর পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নেন। এবার ভারতের প্রধান কোচ হওয়া নিয়ে গম্ভীর যখন আলোচনায়, তখন তাঁকে ধরে রাখতে আবারও ‘ব্ল্যাংক চেক’-এর প্রস্তাব দিতে পারেন শাহরুখ।

আইপিএল ফাইনাল দেখতে চেন্নাইয়ে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা
বিসিসিআই

ভারতের প্রধান কোচ পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। ‘দৈনিক জাগরণ’ তাদের প্রতিবেদনে লিখেছে, গম্ভীরের রোহিত-কোহলি-বুমরাদের কোচ হওয়ার আগ্রহ আছে। তবে তিনি এখন পর্যন্ত আবেদনপত্র জমা দেননি। এর প্রধান কারণ হতে পারে আজকের আইপিএল ফাইনাল ঘিরে ব্যস্ততা।  

আরও পড়ুন

‘দৈনিক জাগরণ’ আরও জানিয়েছে, চেন্নাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআইয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারেন গম্ভীর এবং ভারতের কোচ হওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। বোর্ড কর্তারা যদি কোচের দায়িত্ব প্রদানের বিষয়ে গম্ভীরকে শতভাগ নিশ্চয়তা দেন, তবেই তিনি আবেদন করবেন। আর যদি শুধু একজন প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আবেদন জমা দেবেন না।

তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা যেমনই হোক, গম্ভীর ভারতের দায়িত্ব নিতে চাইলে কলকাতার সহ-মালিক শাহরুখ খানের সঙ্গে আলোচনা করত হবে। শাহরুখ ছাড়পত্র দিলেই কেবল ভারতের প্রধান কোচ পদে আবেদনপত্র জমা দিতে পারবেন তিনি। তবে শাহরুখ তাঁকে ছাড়বেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম গত কয়েক দিনে জানিয়েছে, দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে শুরুতে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার অথবা নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংকে পছন্দের তালিকায় রেখেছে বিসিসিআই।

আইপিএল ফাইনাল শেষে গম্ভীরের সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই
বিসিসিআই

এ ছাড়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং আইসিসির সঙ্গে আলোচনায় দাবি করেছেন, ভারতের কোচ হতে তাঁকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। এই তিনজনই বর্তমানে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আছেন। ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের, ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের এবং পন্টিং দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ।

আরও পড়ুন

যদিও বিসিসিআইয়ের সচিব জয় শাহ দাবি করেছেন, ভারতের কোচ হতে সাবেক কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বলা হয়নি। তিনি জানান, বোর্ড এমন ব্যক্তিকে দল পরিচালনার জন্য (কোচ হিসেবে) চায়, যিনি ভারতের ঘরোয়া ক্রিকেট–কাঠামো বোঝেন।