ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে পন্ত, কিপিং করবেন না

আবার মাঠে নেমেছেন ঋষভ পন্ত।এএফপি

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমেছেন ঋষভ পন্ত। তবে বিসিসিআই জানিয়েছে, এই টেস্টে উইকেটকিপিং করবেন না তিনি। তাঁর জায়গায় ফিল্ডিংয়ে নামবেন ধ্রুব জুরেল।

গতকাল এই উইকেটকিপার–ব্যাটসম্যান বলের আঘাত পেয়ে মাঠে ছাড়েন। ৬৮তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হওয়া পন্ত মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়েও দাঁড়াতে পারছিলেন না।

বাধ্য হয়ে গাড়িতে চড়ে তাঁকে মাঠ ছেড়ে যেতে হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পন্তকে। ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, পন্তকে চলতি সিরিজে আর না দেখার সম্ভাবনাই বেশি।

তবে আজ দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শার্দুল ঠাকুর আউট হওয়ার পর আবার মাঠে নামেন পন্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন

বুধবার ক্রিস ওকসের (৬৮তম ওভারে) বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্ত। বল তাঁর ব্যাট হয়ে ডান পায়ে আঘাত হানে । পা থেকে রক্ত বের হতে দেখা যায়। মাঠের বাইরে যাওয়ার পর পন্তকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর পায়ের স্ক্যান করানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস দিনের খেলা শুরুর আগে জানায়, স্ক্যানে আঙুলে ফাটল ধরা পড়ায় পন্তকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র এ নিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘স্ক্যান প্রতিবেদনে চিড় ধরা পড়েছে এবং ছয় সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে। ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি আবারও ব্যাটিংয়ে নামতে পারেন কি না, সেই চেষ্টা করছে মেডিকেল টিম। হাঁটতে তার এখনো সাহায্যের প্রয়োজন এবং ব্যাটিংয়ে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

বলের আঘাত পাওয়ার পর ব্যথায় কাতরাচ্ছিলেন পন্ত। হাঁটতে পারেননি
এএফপি

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে পন্তের জায়গায় ইশান কিষানকে স্কোয়াডে সংযুক্ত করবে ভারতের টিম ম্যানেজমেন্ট। ওভালে ৩১ জুলাই থেকে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।

ভারতের সাবেক অলরাউন্ডার, কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছেন, ‘ওর মুখের অভিব্যক্তিই অনেক কিছু বলে দিচ্ছিল। ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। পন্তের সহ্যশক্তি খুবই বেশি, আর যখন ও এভাবে ব্যথায় কষ্ট পাচ্ছে, তখন বিষয়টা নিঃসন্দেহে গুরুতর।’

শার্দুল ঠাকুর আউট হওয়ার পর মাঠে নামেন ঋষভ পন্ত।
এএফপি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছেও মনে হয়েছে পন্ত বড় চোটেই পড়েছেন। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘ও তো পা মাটিতেই রাখতে পারছিল না। যেভাবে সঙ্গে সঙ্গে পা ফুলে উঠেছিল, সেটাই আমাকে সবচেয়ে চিন্তায় ফেলেছে। আমি নিজেও একবার ‘মেটাটারসাল’ হাড়ে চোট পেয়েছিলাম—এই হাড়গুলো খুব ছোট আর ভঙ্গুর। পন্ত যেহেতু ওটার ওপর কোনো ভরই দিতে পারছিল না, ব্যাপারটা মোটেও ভালো মনে হচ্ছে না। যদি ভেঙে যায়, তাহলে ওর সিরিজ শেষ। তবে যদি না ভাঙে, তাহলে ওকে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, সব করবে টিম ম্যানেজমেন্ট। আশা করি, এরপর আর রিভার্স সুইপ খেলবে না!’

* এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল ইংল্যান্ড–ভারত ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে। পরে লাঞ্চ বিরতির আগে পন্ত ব্যাটিংয়ে নামার পর হালনাগাদ করা হয়েছে।

আরও পড়ুন