বাংলাদেশ ব্যাটারদের কী হয়েছে, জানেন না কোচ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশপ্রথম আলো

প্রথম ম্যাচে ২১৪ রানের লক্ষ্যে ৯৭ রানের পর এবার আগে ব্যাটিং করেই ৯৫ রানে গুটিয়ে যাওয়া। তবে দলের ব্যাটারদের কী হয়েছে, সেটি ঠিক বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ দিনুকা হেত্তিআরাচ্চি। দলের ব্যাটারদের ‘ভালো’ উল্লেখ করে হেত্তিআরাচ্চি বলছেন, কোনো এক কারণে তাঁরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না।

টসে জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুই ওপেনার শুরু থেকেই ছিলেন খোলসবন্দী। নবম ওভারের তৃতীয় বলে সে জুটি ভাঙার আগে বাংলাদেশের রান ছিল মাত্র ১৭, এর মধ্যে আবার ৯টিই অতিরিক্ত। তবে পরিকল্পনাটা মোটেও অমন ব্যাটিংয়ের ছিল না, ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে সেটি পরিষ্কার করেছেন হেত্তিআরাচ্চি, ‘আমরা পরিকল্পনা করেই নেমেছি। ১০ ওভারে ৪০-৫০ রান করা। তবে জানি না কী হয়েছে। তাদের পরিকল্পনা কাজে আসছে না কোনো এক কারণে।’

বাংলাদেশ ব্যাটারদের সামর্থ্য এর চেয়ে বেশি বলেও দাবি তাঁর, ‘এমন না যে আমাদের ব্যাটাররা ভালো না। তারা ভালো। আমাদের ব্যাটাররা স্পিনারদের ভালো খেলে। গত কয়েক বছরে ভালো করেছে, আমরা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে গিয়ে হারিয়েছি। এখানে কী হচ্ছে জানি না।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ তুলেছিল ২৫০ ও ২২২ রান। এর মধ্যে প্রথম ম্যাচটি জিতেছিল তারা। তবে বেনোনিতে শেষ ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০০ রানেই আটকে যায় তারা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে তো সেই ১০০ পর্যন্তও যেতে পারল না বাংলাদেশ।

আরও পড়ুন

প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া বলেই দল ভড়কে গেছে—এমন কথার সঙ্গে অবশ্য একমত নন দলের এ সহকারী কোচ, ‘না, অস্ট্রেলিয়া নামটির কারণে নয়। আপনি তো আর নামের সঙ্গে খেলেন না। এটা ব্যাট আর বলের খেলা। ব্যাটারদের মধ্যে সময় কাটাতে হবে। রান করতে হবে। ২০০-এর বেশি করতে হবে। এখন সেটি কাজে দিচ্ছে না।’

ম্যাচজুড়ে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন আসা–যাওয়ার মধ্যে
প্রথম আলো

প্রতিপক্ষকে যে স্পিন দিয়ে কাবু করে বাংলাদেশ, আজ প্রতিপক্ষের স্পিনের কাছেই ৯টি উইকেট হারিয়েছে তারা। এরপরও অস্ট্রেলিয়ার এমন বোলিং আক্রমণের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে খেলার পক্ষে কথা বলেছেন প্রথম শ্রেণিতে ১ হাজার উইকেট নেওয়া সাবেক বাঁহাতি স্পিনার হেত্তিআরাচ্চি, ‘ঘরের মাঠে আমরা সুবিধা নেবই। আগে ব্যাটিং করলে রান করতে হবে, বোলারদের জন্য কিছু রাখতে হবে। তাহলেই না আপনি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবেন।’

আরও পড়ুন

আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে শুরুতে অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। এবার ব্যাটিং নিয়ে খেই হারিয়েছে শুরু থেকেই। হেত্তিআরাচ্চি কথা বলেছেন টসের সিদ্ধান্তের পক্ষেও, ‘প্রথম ম্যাচের চেয়ে এটি বেশি ভালো উইকেট ছিল। বৃষ্টি বা এমন কিছুর কথা ভাবলে… আসলে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। যেটা ব্যাটাররা করতে পারছে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের উচ্ছ্বাসের উপলক্ষ যা এসেছে, বোলিংয়েই
প্রথম আলো

অস্ট্রেলিয়া অবশ্য তাদের পরিকল্পনায় সফল। ১০ ওভারে ৫টি মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া সোফি মলিনিউ যেমন বললেন, ‘পরিকল্পনা সরল ছিল—বাংলাদেশের মেয়েদের জন্য হুমকি তৈরি করা। আমরা জানি তাদের রক্ষণ ভালো। এ কারণে আমাদের ধৈর্য ধরতে হয়েছে। ধৈর্য ধরারই ফল এটি।’

আরও পড়ুন