মিরপুরে বিদেশিদের বল করতে ভালোই লাগে নাসুমের

রংপুরের বিপক্ষে ৩ উইকেট নেন নাসুমপ্রথম আলো

‘টি–টোয়েন্টিতে সবাই সমান’–দ্বিতীয় কোয়ালিফায়ারের প্রতিপক্ষ হিসেবে ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস, কাকে চান প্রশ্নে এই উত্তর নাসুম আহমেদের। বিপিএলের ফাইনাল থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে তার দল খুলনা টাইগার্স। অথচ লিগ পর্বের শেষ ম্যাচে এসে প্লে-অফ নিশ্চিত হয় তাদের।  

এরপর এলিমিনেটরে আজ তারা হারিয়েছে রংপুর রাইডার্সকে। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলের শুরুতে টানা আট ম্যাচ জেতে তারা। লিগ পর্বের শেষ চার ম্যাচ হারলেও খুলনার বিপক্ষে ম্যাচের আগে একঝাঁক তারকা বিদেশি নিয়ে এসেছিল রংপুর।

আরও পড়ুন

তাতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। খুলনার বিপক্ষে ৮৫ রানে অলআউট হয়ে রংপুর ম্যাচ হেরেছে ৯ উইকেট। এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাসুম। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।  

উইকেট পাওয়ার পর নাসুমের উদ্‌যাপন
প্রথম আলো

এর মধ্যে রংপুরের দুই তারকা বিদেশি ব্যাটার জেমস ভিন্স ও টিম ডেভিডের উইকেট নিয়েছেন নাসুম। এ দুই ব্যাটসম্যানের সঙ্গে খুলনার বিপক্ষে ম্যাচটি খেলতে এসেছিলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। প্রতিপক্ষের বিদেশিদের দেখে কি মনে হয়েছিল এত সহজে জিততে পারবেন? নাসুমের উত্তর, ‘আসলে ওদের যে তিনজন বিদেশি খেলছে, ওটা তো আমরা আগে জানতাম না। আসতেছে এটা শুনছিলাম আগে। কিন্তু ও রকমভাবে পরিকল্পনাও করতে পারিনি। এই উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে আমার ভালোই লাগে।’    

আরও পড়ুন

রংপুরের ইনিংসের প্রথম ৮ ওভারের ৪টিই করেন নাসুম। এর মধ্যেই ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে দেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে দিয়ে টানা বোলিং করানোর পেছনের পরিকল্পনা কী?  নাসুম বলেছেন, ‘টানা করানোর একটাই কারণ, তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। আর ওখানে আমার বলটা এফেক্টিভ ছিল। এ জন্য মিরাজ টানা করিয়ে দিয়েছে। আগের ম্যাচগুলোতে পরিবর্তন করেছে, ওটা পরিকল্পনাতেই ছিল। কিন্তু আজকে ওর হাতে অপশন ছিল। এ জন্য করিয়ে ফেলছে।’

ম্যাচসেরার পুরস্কার হাতে নাসুম
প্রথম আলো

বিপিএলের পরপরই হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন নাসুম, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.১৫ গড়ে।

এমন পারফরম্যান্স কি কাজে আসবে চ্যাম্পিয়নস ট্রফিতে? এই প্রশ্নের উত্তরে নাসুম বলেন, ‘ওটা আলাদাভাবে পরিকল্পনা করব। বর্তমানে বিপিএলটা নিয়েই আছি। ওটা ভালোভাবে শেষ করি।’