টি-টোয়েন্টি বিশ্বকাপ: মরগানের চোখে ভারতই সবচেয়ে শক্তিশালী

ভারত ক্রিকেট দলএএফপি

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র ৩ দিন। কে ফেবারিট, কাদের হাতে উঠতে পারে ট্রফি—এমন অনেক আলোচনাই চলে এই সময়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগানের চোখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত।

রোহিত–কোহলি–বুমরাদের যেকোনো দলকে সহজেই হারানোর সামর্থ্য আছে বলেও মনে করেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী মরগান।

স্কাই স্পোর্টসের পডকাস্টে মরগান বলেছেন, ‘আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত, বিশ্বকাপজুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে তবুও। তাদের শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। যে পরিমাণ সামর্থ্যবান ক্রিকেটার তাদের আছে, ১৫ সদস্যের দল থেতে কারা বাদ পড়েছে আমরা সেটা নিয়েই কথা বলছি। আমার মতে তারা ফেবারিট। কাগজে–কলমে ভারত অনেক শক্তিশালী। যদি মাঠে এটা দেখাতে পারে, তাহলে তারা সহজেই যেকোনো দলকে হারাতে পারবে বলে আমার মনে হয়।’

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবে ভারত বিশ্বকাপ দলে নিয়েছে যশস্বী জয়সোয়ালকে। মূলত ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতেই শুবমান গিল বাদ পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে মরগান নির্বাচক হলে গিলকেই দলে রাখতেন, ‘আমি শুধু একটি সিদ্ধান্ত অন্যভাবে নিতাম। আমি দল নির্বাচন করলে যশস্বী জয়সোয়ালের জায়গায় শুবমান গিলকে নিতাম। আমি ওর সঙ্গে খেলেছি, আমি জানি ও কীভাবে চিন্তা করে, কীভাবে কাজ করে। আমরা মনে হয় ও এই দলের ভবিষ্যৎ নেতাও।’

আরও পড়ুন

পডকাস্টে মরগানের এই কথার প্রেক্ষিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন মনে করিয়ে দিয়েছেন ভারতের শিরোপা–খরাকে। তিনি বলেছেন, ‘ভাগ্যের পরিহাস। কারণ, সবাই আইপিএলের কথা বলছে, কীভাবে এটা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট পরিবর্তন করে দিয়েছে। ভাগ্যের পরিহাস হলো এমন যে ভারত একবারই টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেটা আইপিএল শুরুর আগে।’

যেকোনো টুর্নামেন্টে ভারত ফেবারিট তকমা নিয়ে খেলতে যায়। কিন্তু গত ১১ বছরে আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৩ সালে জেতা চ্যাম্পিয়নস ট্রফিই ভারতীয়দের সর্বশেষ বৈশ্বিক শিরোপা।

আরও পড়ুন