৭০০ রানের ক্লাবে গিল, ইতিহাসে মাত্র ২৬ জন
ইংল্যান্ডে ব্যাট হাতে দারুণ সময় কাটছে ভারত অধিনায়ক শুবমান গিলের। ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিনে সেঞ্চুরি করে ম্যাচ ড্র করায় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। সিরিজে চতুর্থ সেঞ্চুরি পেয়ে এক সিরিজে অধিনায়কদের রেকর্ডে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে বসেছেন গিল। চতুর্থ টেস্ট শেষে সিরিজে তাঁর রান ৭২২। ভারতের তৃতীয় ও সব দেশ মিলিয়ে ২৬তম খেলোয়াড় হিসেবে টেস্টে এক সিরিজে ৭০০ ছুঁলেন গিল।
ব্যাটসম্যানের সংখ্যা ২৬ হলেও ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এক সিরিজে কোনো ব্যাটসম্যানের ৭০০ বা এর বেশি রান করার ঘটনা ৩৬টি। একাধিক সিরিজে ৭০০+ রান করা ব্যাটসম্যানের সংখ্যাটা যে আট!
ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ও ব্রায়ান লারা, ভারতের সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দুবার সিরিজে ৭০০ বা এর বেশি রান করেছেন। সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স তিনবার ৭০০ পেরিয়েছেন টেস্ট সিরিজে। সর্বকালের সেরা ব্যাটসম্যানের তকমাটা যাঁর জন্য বরাদ্দ, সেই স্যার ডন ব্র্যাডম্যান পাঁচবার ৭০০ পেরিয়েছেন টেস্টে।
টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে ৭০০ বা এর বেশি রান করেন অবরে ফকনার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ১৯১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের ১০ ইনিংসে করেন ৭৩২ রান। ওই সিরিজে ২টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি করা ফকনারের সর্বোচ্চ ছিল ২০৪।
১৪ বছর পর কিংবদন্তি ইংল্যান্ড ওপেনার হার্বার্ট সাটক্লিফ অ্যাশেজে ৭৩৪ রান করে ভাঙেন ফকনারের রেকর্ড। ১৯২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে ৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি করেছিলেন সাটক্লিফ।
চার বছর পর আরেকটি অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের ৯ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ৯০৫ রান করে নতুন রেকর্ড গড়েন ইংলিশ ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড।
এক সিরিজে সবচেয়ে বেশি রানের সেই রেকর্ড দুবছর পরই ভেঙে দেন ডন ব্র্যাডম্যান। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচে ৭ বার ব্যাট করেই ৯৭৪ রান করেন স্যার ডন। সেই রেকর্ড টিকে আছে এখনো। এরপর টেস্টে আরও চারবার সিরিজে ৭০০ ছুঁয়েছেন ৯৯.৯৪ গড় নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করা ব্র্যাডম্যান।
ওই সিরিজের পর ১৯৩১-৩২ মৌসুমে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮০৬, ১৯৩৪ সালে ইংল্যান্ডে অ্যাশেজে ৭৫৮, ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজে ৮১০ ও ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৭১৫ রান করেন ডন। টেস্ট ক্যারিয়ারে মাত্র ১১টি সিরিজেই পাঁচবার ‘৭০০’ করা ব্র্যাডম্যানের সিরিজ-সর্বনিম্ন রান ৩৯৬। ব্র্যাডম্যানের সময়ে অস্ট্রেলিয়ার খেলা প্রতিটি সিরিজই ছিল কমপক্ষে চার ম্যাচের।
ব্র্যাডম্যানের ৭০০ রানের সিরিজ
ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার সোবার্স ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৮২৪ রান করা সিরিজেই সে সময়ের বিশ্ব রেকর্ড ৩৬৫ রানের ইনিংসটা খেলেছিলেন। দুই বছর পর ঘরের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে ৭০৯ রান করেন সোবার্স। ছয় বছর পর ইংল্যান্ড সফরে ৭২২ রান করা সোবার্স এই তিন সিরিজেই ৩টি করে সেঞ্চুরি করেন।
এভারটন উইকস ১৯৪৮-৪৯ মৌসুমে ভারত সফরে ৭৭৯ ও ১৯৫৩ সালে একই দলের বিপক্ষে ৭১৬ রান করেন।
১৯৭১ সালে ক্যারিয়ারের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭৭৪ রান করা সুনীল গাভাস্কার সাত বছর পর ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষেই করেন ৭৩২ রান। ব্রায়ান লারা ১৯৯৪ সালে সোবার্সের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙার সিরিজে করেন ৭৯৮ রান। পরের বছর ইংল্যান্ড সফরে সেই লারা আবার ৭০০ ছাড়িয়ে যান—৭৬৫।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ২০১৪-১৫ মৌসুমে ভারতের বিপক্ষে ৭৬৯ করার পর ২০১৯ সালের অ্যাশেজে করেন ৭৭৪ রান।
টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রান
সিরিজে সর্বোচ্চ ১১ বার ৭০০ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা।
ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ১৪ বার ৭০০+ করেছেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ আটবার ভারতের বিপক্ষে।
অস্ট্রেলিয়া (১১), ওয়েস্ট ইন্ডিজ (১০), ইংল্যান্ড (৭), ভারত (৪), দক্ষিণ আফ্রিকা (৩) ও পাকিস্তান (১)—এই ছয় দেশের ব্যাটসম্যানরা সিরিজে ৭০০+ রান করেছেন।
তিন টেস্টের সিরিজে ৭০০ রান করা একমাত্র ব্যাটসম্যান গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ৬ ইনিংসে ৭৫২ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।