কোহলি নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে, মনে করেন কুম্বলে
টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে গত বছরের ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত খেলা ১০ ইনিংসে কোহলি ফিফটি করেছেন একটি, সেই ইনিংসটাও ৫২ রানের। ৫৫ বলে ৭ চার ও এক ছয়ে খেলা সেই ইনিংসটির দলের জয়ে খুব যে গুরুত্ব আছে, তা–ও নয়। এ মাসেই শুবমান গিলের ১০২ বলে ১১২ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৫৬ রান করেছিল ভারত, ম্যাচ জিতেছিল ১৪২ রানে।
ওই ফিফটির পর গতকাল বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারত জিতলেও কোহলি আউট হয়েছেন ৩৮ বলে ২২ রান করে। এ ইনিংসের পর আবার ক্রিকেটবিশ্বে আলোচনা শুরু হয়েছে কোহলির ছন্দ নিয়ে। কীভাবে তিনি ছন্দে ফিরতে পারেন, সেই আলোচনা চলছে ভারতের ক্রিকেট মহলেও।
ভারতের সাবেক কোচ অনিল কুম্বলে কোহলিকে কিছু পরামর্শও দিয়েছেন। ছন্দে ফেরার জন্য মরিয়া হয়ে কোহলিকে মাত্রাতিরিক্ত চেষ্টা না করে একটু নির্ভার থাকতে বলেছেন দেশটির সাবেক স্পিনার কুম্বলে। ইএসপিএনক্রিকইনফোকে কুম্বলে বলেছেন, ‘আমার মনে হয় সে একটু বেশিই চেষ্টা করছে। এটা তার ইনিংসগুলো দেখলেই বুঝতে পারবেন। তার আসলে এটা নিয়ে দুশ্চিন্তা না করা উচিত।’
কুম্বলে এরপর যোগ করেন, ‘রোহিত তো স্বাধীনতা নিয়েই খেলছে। কারণ, ব্যাটিংয়ে অনেকেই আছে আর তারা দারুণ ছন্দেও আছে। বিরাটের বেলায়ও এটা হওয়া উচিত। তার উইকেটে গিয়ে কিছু নিয়ে দুশ্চিন্তা না করে নিজের খেলাটা খেলতে হবে। প্রত্যেক খেলোয়াড়েরই ক্যারিয়ারে কঠিন মুহূর্ত থাকে। কিন্তু তার ব্যাটিং দেখে আমার মনে হয়েছে সে নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছে।’
কুম্বলে কোহলিকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘আপনি যখন এমন চাপে থাকবেন এবং আপনার কাছে প্রত্যাশাও বেশি থাকবে, আপনি সবকিছুকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, যেটা উচিত নয়। এমন অবস্থায় ভালো খেলা কঠিন। এমনটা যখন হবে, আপনি নির্ভার থাকতে পারবেন না। আমার তো মনে হয়, সে তার খেলা সেরা ইনিংসগুলো নিয়েও ভাবছে না।’
কোহলিকে কী করতে হবে, সে ব্যাপারে কুম্বলে বলেছেন, ‘তার আরেকটু নির্ভার হতে হবে এবং মাঠে কী হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এর বদলে সে উইকেটে গিয়ে স্বাধীনভাবে নিজের সহজাত খেলাটা খেলুক, যেটা সে সত্যিই খুব ভালো পারে।’