১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এখানেই হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজের প্রথম টেস্টশামসুল হক

সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট। ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।

এ মাঠে সর্বনিম্ন ১০০ টাকায় গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারিতে দেখা যাবে প্রতি দিনের খেলা। পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে খেলা দেখতে গেলে লাগবে ৩০০ টাকা। সর্বোচ্চ এক হাজার টাকা মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের দাম নিশ্চিত করেছে বিসিবি।

প্রতিদিনের খেলা এবং এর আগের আগের দিন দুটি কাউন্টারে পাওয়া যাবে টিকিট। লাক্কাতুরার স্টেডিয়ামের প্রধান ফটকের সঙ্গে টিকিট পাওয়া যাবে শহরের রিকাবি বাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মূল ফটকের কাউন্টারে। প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়।

আরও পড়ুন

সর্বশেষ গত নভেম্বরে প্রায় পাঁচ বছর বিরতির পর টেস্ট ক্রিকেট ফিরেছিল সিলেটে—নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ শুরু হচ্ছে সেখানেই। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু ৩০ মার্চ।

এর আগে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দুটি সিরিজই নিষ্পন্ন হয়েছে শেষ ম্যাচে গিয়ে।

২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ
প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২৪টি টেস্ট খেলে মাত্র ১টি জিতেছে বাংলাদেশ, সেটিও সাত বছর আগে ২০১৭ সালে। এর আগে সর্বশেষ ২০২২ সালে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার চট্টগ্রামে ড্র করলেও মিরপুরে গিয়ে হেরেছিল স্বাগতিকেরা।

আরও পড়ুন

এরই মধ্যে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে দুই দলই। অবশ্য দল ঘোষণার পর নিষেধাজ্ঞার কারণে ছিটকে গেছেন অবসর ভেঙে ফেরা শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে খেলতে পারবেন না বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে