স্টোকসের ইংল্যান্ড যেখানে অনন্য, ভারত যেখানে পাঁচ সেঞ্চুরিতে ‘প্রথম’
বেন স্টোকসের ইংল্যান্ড রান তাড়া করে জয়ের পাশাপাশি রেকর্ড গড়তেও জানে। কাল হেডিংলিতে প্রথম টেস্টের শেষ দিনে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৩৭১ রান তাড়া করে জিতেছে দলটি। অন্যদিকে এক টেস্টে ৫ সেঞ্চুরির পরও হেরে গেছে ভারত। এমন দুর্দান্ত এক টেস্ট শেষে নতুন কী রেকর্ড, কীর্তি হলো, সেটি দেখে নেওয়া যাক—
টেস্টে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। সর্বোচ্চ ভারতের বিপক্ষেই, ২০২২ সালে এজবাস্টনে ৩৭৮ তাড়া করেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ডের করা (শেষ দিনে) ৩৫২ রান টেস্টের শেষ দিনে জয় পাওয়া দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান করে জয় এসেছিল শুধু একবার—১৯৪৮ সালে একই ভেন্যু হেডিংলিতে, যখন অস্ট্রেলিয়া শেষ দিনে ৪০৪ রান তুলেছিল।
বেন স্টোকসের অধীন ২৫০ রানের বেশি তাড়া করে ছয়বার জিতেছে ইংল্যান্ড। সব দল মিলিয়েও এই কীর্তি চারবারের বেশি করতে পারেনি কেউ। চারবার আছে মহেন্দ্র সিং ধোনির, তিনবার করে রিকি পন্টিং ও ব্রায়ান লারার।
ভারতের করা ৮৩৫ রান টেস্ট ইতিহাসে পরাজিত কোনো দলের চতুর্থ সর্বোচ্চ। বেশি রান করে হারের শীর্ষ চারটি ঘটনার মধ্যে তিনটিই এসেছে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বিপক্ষে। হেডিংলিতে ভারত প্রথম ইনিংসে করেছে ৪৭১ রান। হেরে যাওয়া ম্যাচে যা প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে বেশি রান। এই রেকর্ডে তারা পেছনে ফেলেছে ১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৪২৪ রানকে।
দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরির পরও হেরে যাওয়া প্রথম টেস্ট দল ভারত। ১৯২৮-২৯ মৌসুমে মেলবোর্নে অস্ট্রেলিয়া চারটি সেঞ্চুরি করার পরও ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল।
বেন ডাকেটের ১৪৯ রান ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এটি পেছনে ফেলেছে জো রুটের অপরাজিত ১৪২ রানের ইনিংসকে (এজবাস্টন, ২০২২)।
২০১০ সালের পর প্রথম ইংলিশ ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছেন ডাকেট। ২০১০ সালে অ্যালিস্টার কুক করেছিলেন অপরাজিত ১০৯ রান, বাংলাদেশের বিপক্ষে, মিরপুরে।
ডাকেট ও জ্যাক ক্রলির ১৮৮ রানের উদ্বোধনী জুটিটিই টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এটি ইংল্যান্ডের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি।
প্রসিদ্ধ কৃষ্ণা টেস্ট ইতিহাসে প্রথম বোলার, যিনি দুই ইনিংসে ৯০–এর বেশি রান খরচ করেছেন এবং ওভারপ্রতি ৬ রানের বেশি দিয়েছেন।
প্রথম ইনিংসে: ২০ ওভারে ১২৮ রান (ইকোনমি ৬.৪০)
দ্বিতীয় ইনিংসে: ১৫ ওভারে ৯২ রান (ইকোনমি ৬.১৩)