অস্ট্রেলিয়ার কাছে হেরে ওমান অধিনায়ক, ‘মিডিয়া শুধু নেতিবাচক দিকই ছড়ায়’

অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হেরেছে ওমানএএফপি

ব্রিজটাউনে আজ অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হেরেছে ওমান। আগে থেকেই এই ম্যাচে ওমানের হার নিয়ে সংশয় ছিল কমই। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওমান অধিনায়ক আকিব ইলিয়াসের কথা শুনে কেউ কেউ চমকেও গিয়েছিলেন, ‘একবার মাঠে নামলে, কোনো নামই বড় নয়। মাঠে আপনার চেয়ে বড় কেউ নেই। এটা আরেকটা ম্যাচের মতো, আমার মনে হয় না আমরা কোনো অসাধারণ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।’

ওমান অধিনায়ক ইলিয়াস এমনও বলেছিলেন যে, ‘এটা শুধুই একটা দল, আমরা ও তারা একই জায়গায় আছি। আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, তারাও করেছে। একটা দল তো চ্যাম্পিয়ন হবে, তো এটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না।’ দুই দলের শক্তিমত্তায় আসলে কতটা পার্থক্য, সেটা আজ মাঠের খেলায় ফুটে উঠেছে। ম্যাচ শেষে ওমান অধিনায়ককে তাঁর আগের দিনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করলে উল্টো সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেছেন, মিডিয়া শুধু নেতিবাচক কথা ছড়ায়।

‘বি’ গ্রুপে আগের ম্যাচে নামিবিয়ার কাছে সুপার ওভারে হেরে যাওয়া ওমান আজ অস্ট্রেলিয়াকে আটকে দেয় ১৬৪ রানে। পরে নিজেরা ২০ ওভার ব্যাট করে তোলে ৯ উইকেটে ১২৫ রান। খেলা শেষে ইলিয়াস বলেন, ‘একটা শীর্ষ দলের বিপক্ষে খেলাটা অনেক বড় অভিজ্ঞতা। বিশেষ করে সুপার ওভারের ম্যাচের পর। ওরা ভালো খেলেছে। তবে আমাদের বোলারদেরই কৃতিত্ব দিতে হবে। টার্নিং উইকেটে আমাদের বোলাররা ভালো করে।’

ব্যাট হাতে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলা স্টয়নিস পরে বল হাতে নেন ৩ উইকেট
এএফপি

ম্যাচের আগে ‘অস্ট্রেলিয়া দল নিয়ে অভিভূত’ নই বলে মন্তব্য করেছিলেন জানালে ইলিয়াসের উত্তর, ‘আমরা ওদের (অস্ট্রেলিয়া) সম্পর্কে যে ইতিবাচক কথাগুলো বলেছিলাম, মিডিয়া সেটা প্রচার করেনি। তারা শুধু নেতিবাচক দিকই দেখায়। অবশ্যই ওরা সেরা মানের খেলোয়াড়। ক্রিকেটার হিসেবে ওদের আমরা সম্মান করি, যেমনটা সবাইকে করি। কিন্তু মাঠে নামার পর তো অন্য কেউ আপনার চেয়ে বড় হয়ে উঠতে পারে না।’

আরও পড়ুন

তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা ওমান এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। দলটির অপর ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ১৩ জুন। আর অস্ট্রেলিয়া তাদের পরের ম্যাচটি খেলবে ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে।