শাহিন আফ্রিদি পাকিস্তান দলে কেন, প্রশ্ন শ্যালিকার

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিছবি: টুইটার

বিশ্বকাপে পাকিস্তান ৫ ম্যাচ খেলে প্রথম দুটিতে জিতেছে। হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে। আফগানিস্তান ম্যাচের আগে গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন বিশ্বকাপ নিয়ে একটি টিভি অনুষ্ঠানে নিজের ছোট মেয়ে আরওয়া আফ্রিদিকে নিয়ে বাসা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ছোট মেয়ের একটি প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মল হাস্যরসের উদ্রেক করেছে।

ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে দুজন সঞ্চালকের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বাসা থেকে যুক্ত হওয়া শহীদ আফ্রিদির সঙ্গে ছিল তাঁর ৩ বছর বয়সী মেয়ে আরওয়া আফ্রিদি। ম্যাচ নিয়ে আলোচনায় সঞ্চালক শহীদ আফ্রিদির কাছে জানতে চান, আগামীকালের ম্যাচে কে জিতবে? খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের নাম বলেন সাবেক এই অলরাউন্ডার। তাঁর মেয়ে আরওয়াও পাকিস্তানের নাম উচ্চারণ করে।

আরও পড়ুন

এরপরই আরওয়ার শিশুসুলভ প্রশ্ন, ‘বাবা, শাহিন আফ্রিদিও কি পাকিস্তান দলে আছে?’
শহীদ আফ্রিদি মেয়ের দিকে তাকিয়ে বলেন, ‘হ্যাঁ, শাহিন আফ্রিদিও পাকিস্তান দলে আছে।’ আরওয়া এরপরই জানতে চায়, ‘কেন আছে?’ তখন শহীদ আফ্রিদি থেকে শুরু করে অনুষ্ঠানে যুক্ত সবাই হেসে ফেলেন। শহীদ আফ্রিদি মেয়ের শিশুসুলভ প্রশ্নের উত্তরে বলেন, ‘সে যখন ভালো খেলবে না, আমরা শুধু তখনই এই প্রশ্ন করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে পাকিস্তান ৬২ রানে হারলেও ৫৪ রানে ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি। আর এই ৫ উইকেটে শহীদ আফ্রিদির একটি রেকর্ডে ভাগ বসান শাহীন। জামাই–শ্বশুর দুজনেরই এখন পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দুটি ৫ উইকেট আছে। পাকিস্তানের আর কোনো বোলারের এই কীর্তি নেই।

আফ্রিদি প্রথমবার ৫ উইকেট নেন ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার হামবানটোটায় ৮ ওভার বল করে ১৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ৩ মার্চ কলম্বোয় ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে। শাহিন আফ্রিদি বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২০১৯ সালে। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে। এরপর গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন ৫ উইকেট।

২০১৮ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলা শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের বাবা। এই পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ে দিয়েছেন তিনি।