গল টেস্টের প্রথম দিনে নেচে আলোচনায় হাসান আলী

পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলীফাইল ছবি

গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট করে মাঠ ছাড়ছিলেন পাকিস্তানের খেলোয়াড়েরা। প্যাভিলিয়নে যাওয়ার পথে কিছু একটা নিয়ে কথা বলছিলেন তাঁরা। একটু উত্তেজিত ভঙ্গিতেই হচ্ছিল কথাবার্তা। সেই উত্তেজনায় যেন হঠাৎই জল ঢেলে দিলেন হাসান আলী।

কী এমন করেছেন পাকিস্তানের পেসার যে উত্তেজনা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল! কাউকে কিছু বুঝে উঠতে না দিয়ে হাসান আলী কোমর দুলিয়ে নাচতে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করেন। মাঠ থেকে নাচ শুরু করে বাউন্ডারি লাইনের বাইরে যান তিনি। একটা পর্যায়ে কোমরে হাত দিয়েও নাচেন হাসান আলী।

আরও পড়ুন

হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়া হাসান আলী এমন নাচ শুরু করায় অনেকেই হয়তো অবাক হয়েছেন। তাঁর পাশে থাকা পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ তো বিস্ময় নিয়ে হাসান আলীর দিকে অনেকক্ষণ তাকিয়েও ছিলেন।

হাসান আলীর এমন নাচে দর্শকেরা যেমন মজা পেয়েছেন, ধারাভাষ্যকারেরা হয়েছেন অবাক। সেই সময় ধারাভাষ্যকক্ষে থাকা ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘হাসান আলী...নিজেকে চনমনে করার জন্য এটি প্রতিদিনকার রুটিনের অংশ। আজকাল এটাকে একটু আলাদাই মনে হয়। কিন্তু হাসান আলী নিজের মতো করে উপভোগ করছে।’

আরও পড়ুন
গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি
ছবি: এএফপি

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান আলী। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের অবশ্য বেশি ভুগিয়েছে শাহিন শাহ আফ্রিদির গতি। ৫৮ রান দিয়ে শ্রীলঙ্কার ৪টি উইকেট নিয়েছেন পাকিস্তানে এ ফাস্ট বোলার। লেগ স্পিনার ইয়াসির শাহ নিয়েছেন ২ উইকেট।