- মিরাজ কী বলছেন
- ৭৭ রানের হার
- জাকেরের একা লড়াই
- রেকর্ড!
- লন্ডভন্ড বাংলাদেশ
- ৫ উইকেট নেই বাংলাদেশের
- ১০ বলে ৩ উইকেট হারাল বাংলাদেশ
- লিটন আউট
- জুটি ভাঙল রান আউটে
- তানজিদের পঞ্চাশ
- বাংলাদেশের ৫০
- পারভেজ আউট
- মাঠে সাপ
- প্রথম ওভারে এল ৮ রান
- ২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা
- আসালাঙ্কার সেঞ্চুরি
- বাংলাদেশের জন্য চিন্তা
- তানজিমের উইকেট, খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করছেন তানভীর
- আবার উইকেটশূন্য মিরাজ
- নাজমুল বোলিংয়ে!
- অভিনন্দন!
- র্যাঙ্কিংয়ে ভালো খবর নেই
- আসালাঙ্কার ফিফটি
- মেয়েদের আরও এক গোল
- হঠাৎ বিরতি
- ব্যর্থ রিভিউয়ের পর উইকেট
- চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা
- ফুটবলেও সুখবর!
- ১০ ওভারে শ্রীলঙ্কার ৫০, বাংলাদেশের ৩ উইকেট
- তাসকিনের আরও এক উইকেট
- উইকেট পেলেন তাসকিন
- তানজিমে প্রথম সাফল্য, ফিরলেন নিশাঙ্কা
- একটি চার হজম তাসকিনের
- ১ রান দিয়ে শুরু তানজিমের
- তাসকিনের মেডেন নিয়ে শুরু
- বাংলাদেশ একাদশ
- শ্রীলঙ্কা একাদশ
- টস ও পিচের কন্ডিশন
- পারভেজ ও ইমনের ওয়ানডে অভিষেক
- স্বাগতম!
মিরাজ কী বলছেন
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পেসারদের প্রশংসা করলেও মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল তাঁর কণ্ঠে। ব্যাটিং ধস নিয়ে মিরাজ বলছেন, এমন হতেই পারে। তানজিদ ও নাজমুলের জুটি ভালো ছিল, রান আউটটা ভুল ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানোটাকেই সমস্যা বলছেন মিরাজ। একটা জুটির দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
দুই দলের পরের ম্যাচ ৫ জুলাই (শনিবার), একই সময়ে। এমন হারের ধাক্কা কাটিয়ে ফেরার লড়াই বাংলাদেশের, শ্রীলঙ্কার সিরিজ জয়ের সুযোগ। সেদিনও থাকবে প্রথম আলোর এই ‘সরাসরি’ আয়োজন। ততক্ষণ পর্যন্ত, বিদায়!
৭৭ রানের হার
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (আসালাঙ্কা ১০৬, কুশল ৪৫, লিয়ানাগে ২৯, হাসারাঙ্গা ২২, রত্নায়েকে ২২; তাসকিন ৪/৪৭, তানজিদ ৩/৪৬, নাজমুল ১/৩২, তানভীর ১/৪৪)। বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (তানজিদ ৬২, জাকের ৫১, নাজমুল ২৩; হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯, থিকশানা ১/৩২, আসিতা ১/৩৮)। ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী।
৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর হারটা ছিল শুধু সময়ের ব্যাপার। জাকের আলি এই অপেক্ষাটা বাড়াচ্ছিলেন। হাফ সেঞ্চুরি তোলার পথে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া হাসারাঙ্গার বলে তাঁর এলবিডব্লুতেই নিশ্চিত হয় ৭৭ রানের হার। প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
অথচ ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল। ২৯ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। তা ভাঙার পর তানজিদকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাজমুল। ১ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ফেলেছিল ১০০ রান।
তানজিদের সঙ্গে নাজমুলের ৭১ রানের জুটি ভাঙে রান আউটে। এরপরই ওই ধস!
জাকেরের একা লড়াই
জাকের আলির ব্যাটে হাফ সেঞ্চুরি। হঠাৎ ধসে পড়া ব্যাটিংয়ে এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তাঁর শেষ সঙ্গী হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। কতদূর নিতে পারবেন তাঁরা? ১ উইকেট হাতে রেখে ৯০ বলে ৮৩ রান লাগবে বাংলাদেশের।
রেকর্ড!
৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। আগের রেকর্ড ৮ রান। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ থেকে ৩১—এই ৮ রানে যুক্তরাষ্ট্র হারায় দ্বিতীয় থেকে অষ্টম উইকেট।
লন্ডভন্ড বাংলাদেশ
লঙ্কান ঘূর্ণিতে লন্ডভন্ড হয়ে গেল বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেছেন ব্যাটসম্যানরা। ৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে তাঁরা। বাংলাদেশের হারটা যেন এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে— অথচ তানজিদ ও নাজমুল বেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে।
৫ উইকেট নেই বাংলাদেশের
এ কেমন বিপর্যয়!
হুট করেই বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলই শুরু হয়েছে যেন। ১০০ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ তিন রান যোগ করতেই হারিয়েছে চার উইকেট। নাজমুল রান আউট হওয়ার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।
একটু আগেও বেশ স্বাচ্ছন্দ্যেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন পড়ে গেছে হারের শঙ্কাতে
১০ বলে ৩ উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশ: ১৮ ওভারে ১০২/৪।
নাজমুল ও লিটনের পর আউট হয়ে গেছেন তানজিদ হাসানও। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া এই ওপেনার ৬১ বলে ৬২ রান করে ক্যাচ তুলে দিয়েছেন হাসারাঙ্গার বলে। ১০ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে এখন বিপদে আছে বাংলাদেশ।
লিটন আউট
নাজমুলের রান আউটে জুটি ভেঙেছিল। কিন্তু আরও একটি উইকেট বাংলাদেশ হারাল অল্প সময়ের ব্যবধানেই। ৪ বলে শূন্য রানে আউট হয়ে গেছেন লিটন দাস। হাসারাঙ্গার বলে ডিফেন্ড করতে যান, কিন্তু বল তাঁর প্যাডে লাগলে এলবিডব্লিউ হয়ে যান।
জুটি ভাঙল রান আউটে
দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন ও তানজিদ হাসান। তবে তাঁদের এই জুটি ভেঙেছে রান আউট। ডিপ মিডউইকেটে ফেলে দ্বিতীয় রান নিতে যান নাজমুল— রত্নায়েকের থ্রো ধরে স্টাম্পে লাগিয়ে দেন কুশাল মেন্ডিস। তখনও দাগে পৌঁছাতে পারেননি ২৬ বলে ২৩ রান করা নাজমুল। ৭১ বলে ৭১ রানের জুটি ভেঙে গেছে।
তানজিদের পঞ্চাশ
বাংলাদেশ: ১৫ ওভারে ৮৭/১।
পারভেজ হোসেনকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন। সঙ্গীর বিদায়ের পরও এগিয়ে যাচ্ছেন তানজিদ হাসান। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিটাও পেয়ে গেছেন তিনি, শ্রীলঙ্কার বিপক্ষে যা দ্বিতীয়।
বাংলাদেশের ৫০
বাংলাদেশ: ৯.২ ওভারে ৫৯/১।
৫০ রান করতে শ্রীলঙ্কার লেগেছিল ১০ ওভার, বাংলাদেশের লাগল ৮.১ ওভার। পারভেজের সঙ্গে তানজিদের উদ্বোধনী জুটিতেই ওই ভিত গড়া হয়েছিল। পারভেজ আউট হয়ে যাওয়ার পর এখন তানজিদের সঙ্গী নাজমুল।
পারভেজ আউট
ভালো একটা শুরু এসেছিল দুই ওপেনারের হাত ধরে। কিন্তু তা খুব ভালো হলো না। ১৬ বলে ১৩ রান করে পারভেজ হোসেন আউট হয়ে গেছেন। আসিথা ফার্নান্দোকে তুলে মারতে যান, তবে টাইমিংটা ঠিকঠাক হয়নি— অনেকটুকু দৌড়ে থার্ড ম্যান থেকে ক্যাচ ধরেন উইকেটকিপার কুশাল মেন্ডিস। ২৯ বলে ২৯ রানের উদ্বোধনী জুটি থেমে যায় তাতে।
মাঠে সাপ
টিভি পর্দায় খেলার ফাঁকে দেখা গেল সাপও। বারবারই তা দেখানো হলো টিভিতে। তাতে অবশ্য খেলা থমকে যায়নি— যেমন চলার কথা ছিল, তেমনই চলছে। ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে বাংলাদেশ।
প্রথম ওভারে এল ৮ রান
২০২২ সালেই টি–টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল পারভেজে হোসেনের। তিন বছর পর হলো ওয়ানডে অভিষেক। ইনিংস উদ্বোধনে এসে প্রথম ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা
শুরুটা যেভাবে হয়েছিল, শেষটাও বাংলাদেশ করল সেভাবে। টস হেরে ফিল্ডিংয়ে নামার পর বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান। তবে তৃতীয় উইকেট হারানোর পর উইকেটে আসা আসালাঙ্কা লড়াই চালিয়ে যান পুরোটা সময়। তাঁর অন্য প্রান্তের ব্যাটসম্যানরা কেউই অবশ্য লম্বা সময় সঙ্গ দিতে পারেননি। কখনো নাজমুল, কখনো তানভীররা ভেঙে দিয়েছেন জুটি। আসালাঙ্কা সেঞ্চুরি ছুঁয়ে ফেললেও দলের রানটা আর তেমন বড় করতে পারেননি। শেষ ৩৪ বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি শ্রীলঙ্কা। ৫ বল বাকি থাকতে তাঁরা অলআউট হয়েছে ২৪৩ রানে। তাসকিন আহমেদ ৪, তানজিম ৩ ও নাজমুল এবং তানভীর পেয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪
(আসালাঙ্কা ১০৬, কুশল ৪৫, লিয়ানাগে ২৯, হাসারাঙ্গা ২২, রত্নায়েকে ২২; তাসকিন ৪/৪৭, তানজিদ ৩/৪৬, নাজমুল ১/৩২, তানভীর ১/৪৪)।
আসালাঙ্কার সেঞ্চুরি
২৯ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন। তখন দল ছিল ভীষণ চাপে। এরপর তাঁর অন্য–প্রান্তের ব্যাটসম্যানরা এসেছেন, চলেও গেছেন। কিন্তু চারিত আসালাঙ্কা লড়াই ছাড়েননি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন আসালাঙ্কা, চারটিই পেয়েছেন আজকের ম্যাচের ভেন্যু আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।
বাংলাদেশের জন্য চিন্তা
শেষের তিনটা ওভার করেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। মাঠ ছাড়ার সময়ও তানভীর ইসলাম ছিলেন যন্ত্রণায় কাতর। ১০ ওভারে ৪৪ রান দিয়েছেন অভিষিক্ত স্পিনার। তবে বাংলাদেশের চিন্তা অন্য জায়গায়— তাসকিন আহমেদ ও তানজিম হাসানের দুটি করে ওভার বাকি। কিন্তু ইনিংসের হয়েছে ৪৫ ওভার। তাসকিন–তানজিম ৪ ওভার করবেন, অন্যটি কে? মোস্তাফিজ চোট নিয়ে মাঠ ছাড়ার পর আর ফেরেননি। মিরাজ, তানভীরের কোটা শেষ হয়ে গেছে। অন্য বোলার নাজমুল ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
তবে আপাতত স্বস্তি— তাসকিন এক ওভারে দুটি উইকেট নিয়েছেন। হাসারাঙ্গার পর আউট হয়ে গেছেন থিকসেনাও।
তানজিমের উইকেট, খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করছেন তানভীর
মিলান রত্নায়েকেকে বোল্ড করেছেন তানজিম। আসালাঙ্কার সঙ্গে তাঁর ৪৮ বলে ৩৯ রানের জুটি ভেঙেছে তাতে। তবে পরের ওভারের দ্বিতীয় বলেই চোট পান তানভীর ইসলাম। কিছুক্ষণ শুশ্রুষার পর পুরো ওভার খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ করেছেন এই স্পিনার। তাঁর কোটার আরও দুটি ওভার বাকি।
বাংলাদেশের দুঃসংবাদ আছে আরও— পরের ওভার করতে আসা মোস্তাফিজুর রহমান রান আপ শুরু করার পর থেমে যান। পায়ে ব্যথা নিয়ে বল না করেই মাঠ ছেড়ে গেছেন তিনি। মোস্তাফিজ বল করেছেন ৬ ওভার।
আবার উইকেটশূন্য মিরাজ
এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কত্বের শুরু এ ম্যাচ দিয়ে হয়েছে মেহেদী হাসান মিরাজের। তবে বোলিংটা তাঁর ভালো হলো না। ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য তিনি। বোলিংয়ে তাঁর সময়টা বেশ কিছুদিন ধরে ভালো কাটছে না— এ নিয়ে ৫ ওয়ানডেতে তাঁর উইকেট নেই।
নাজমুল বোলিংয়ে!
ষষ্ঠ বোলারের বিকল্প নেই বাংলাদেশের। তা নিয়ে কিছুটা দুশ্চিন্তাও ছিল। তবে নিজেদের ষষ্ঠ বোলার হিসেবে নাজমুল হোসেনকে বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম বলে যদিও চার হজম করেন। তবে চতুর্থ বলে তিনি ফিরিয়েছেন জানিথ লিয়াঙ্গেকে। তাঁর বলে লং অনে ক্যাচ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান। ৭৬ বলে লিয়াঙ্গে ও আসালাঙ্কার ৬৪ রানের জুটি ভেঙেছে তাতে।
নাজমুলের কিন্তু এটাই প্রথম উইকেট নয়— এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন। তবে আজ উইকেট পাওয়ার পর তাঁর উদযাপন ছিল দেখার মতো।
কিন্তু তিনি যে পার্ট টাইমার— পরের ওভারেই তা বোঝা গেছে। প্রথম বলটিই উচ্চতার কারণে নো বল হয়, ওই বলে আসে ছক্কা। সবমিলিয়ে ওভারটিতে ১৩ রান দেন নাজমুল।
অভিনন্দন!
বাংলাদেশের ফুটবলে সুখবর এনে দিলেন জাতীয় দলের মেয়েরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ে মায়ানমারকে ২–১ গোলে হারিয়েছে তাঁরা। এশিয়ান কাপ খেলার খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন এই লিংকে
র্যাঙ্কিংয়ে ভালো খবর নেই
আসালাঙ্কার ফিফটি
কামিন্দু মেন্ডিসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর যাত্রার শুরু করেছিলেন আসালাঙ্কাই। কামিন্দু আউট হয়ে গেছেন, তবে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন লঙ্কান অধিনায়ক। সব মিলিয়ে ওয়ানডেতে ১৬তম হাফ সেঞ্চুরি আসালাঙ্কার। বাংলাদেশ যে তাঁর প্রিয় প্রতিপক্ষ সেটির একটি প্রমাণ পাওয়া যাবে এই পরিসংখ্যানে— এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৭ ইনিংসের ৪টিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি।
মেয়েদের আরও এক গোল
ক্রিকেটের ফাঁকে ফুটবলের বড় এক আনন্দের খবর— ইয়াংগুনে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ নারী দল। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা। ৭৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন তিনি। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার খুব কাছাকাছি চলে যাবে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচটির প্রথমবার্ধের প্রতিবেদন পড়তে পারেন—
হঠাৎ বিরতি
২২তম ওভারের মাঝপথেই খেলায় বিরতি। চারিত আসালাঙ্কা কিছুটা অস্বস্তি বোধ করছেন। তাঁর শুশ্রূষা করতে মাঠে এসেছেন শ্রীলঙ্কার ফিজিও। বাংলাদেশের খেলোয়াড়রাও এই সময়ে নিজেদের গুছিয়ে নিচ্ছেন। সম্প্রচারে বারবার দেখানো হচ্ছে তানভীর ইসলামকে। অভিষেকে বেশ ভালো বল করছেন এই স্পিনার— একটি উইকেটও পেয়েছেন।
ব্যর্থ রিভিউয়ের পর উইকেট
শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৪/৪।
আগের বল গিয়েছিল কুশাল মেন্ডিসের ব্যাটের পাশ দিয়ে। আম্পায়ার যদিও আউট দেননি। তবে বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বল ব্যাট ছুয়ে লিটন দাসের গ্লাভসে যায়নি।
তবে পরের বলেই উইকেট পেয়েছেন তানভীর ইসলাম। তাঁর বল গিয়ে প্যাডে লাগে কামিন্দুর। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। তবে আম্পায়রস কলে আর সিদ্ধান্ত বদলায়নি। কামিন্দু ও আসালাঙ্কার ৭৭ বলে ৬০ রানের জুটি ভেঙে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন তানভীর।
চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা: ১৬.১ ওভারে ৭৮/৩।
পাওয়ার প্লের চাপ সামলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কার জুটিতে ৫০ পেরিয়েছে। শ্রীলঙ্কা ছুটছে দলীয় এক শ রানের পথে।
ফুটবলেও সুখবর!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরু করেছে বাংলাদেশ। এদিকে ফুটবলেও আছে সুখবর।ইয়াংগুনে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ২৭ মিনিট পর্যন্ত মিয়ানমারের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ নারী দল। ১৮তম মিনিটে গোলটি করেছেন ঋতুপর্ণা চাকমা।
১০ ওভারে শ্রীলঙ্কার ৫০, বাংলাদেশের ৩ উইকেট
পাওয়ার প্লের বেশির ভাগ সময়ই চাপে ছিল শ্রীলঙ্কা। শুরুটা হয়েছিল তাসকিন আহমেদের মেডেন দিয়ে। ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফির পর মাঠে ফেরা এই পেসার দুটি উইকেটও পেয়েছেন, বাংলাদেশের হয়ে অন্য উইকেটটি নিয়েছেন তানজিম হাসান। পাওয়ার প্লের শেষদিকে যদিও চাপ থেকে বের হওয়ার আশা দেখছে শ্রীলঙ্কা। দলীয় ৫০ রান পেরিয়েছে তাঁরা। কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কার জুটিতে এখন পর্যন্ত ২৩ বলে এসেছে ২১ রান।
তাসকিনের আরও এক উইকেট
শ্রীলঙ্কা: ৭ ওভারে ২৯/৩।
তানজিম আগের ওভারে দিয়েছিলেন ১৪ রান। শুরু থেকে চাপে থাকা শ্রীলঙ্কা একটু আশা দেখছিল তাতে। তবে আবারও তাঁদের ধাক্কা দিয়েছেন তাসকিন। তাঁর বলে মিড অফে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেছেন কামিন্দু মেন্ডিস।
তানজিমের ১ ওভারে ১৪
প্রথম দুই ওভারে ৫ রান দিয়েছিলেন তানজিম। আরেকপ্রান্তে তাসকিনের সঙ্গে মিলে ভালোই চাপে রেখেছিলেন। তবে নিজের তৃতীয় ওভারে এসে ১৪ রান দিয়েছেন তানজিম। প্রথম দুই বলে চার হজম করার পর পঞ্চম বলে তাঁকে ছক্কাও মেরেছেন কুশাল মেন্ডিস।
উইকেট পেলেন তাসকিন
শ্রীলঙ্কা: ৫ ওভারে ১৫/২।
শুরু থেকেই লাইন–লেন্থ ঠিক রেখে বল করছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভার ছিল মেডেন। নিজের পরের ওভারগুলোতেও ওই ধারাবাহিকতা ধরে রেখেছেন তাসকিন— এবার পেলেন উইকেটও। তাঁর অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে ভেঙেছে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প।
তানজিমে প্রথম সাফল্য, ফিরলেন নিশাঙ্কা
শ্রীলঙ্কা: ৪ ওভারে ৯/১।
চতুর্থ ওভারের প্রথম বলটি বেশ বাইরে করেছিলেন তানজিম। পেস ছিল সঙ্গে অতিরিক্ত বাউন্সও। নিশাঙ্কা কাট করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। উইকেটকিপার লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৮ বলে ০ রানে আউট হলেন নিশাঙ্কা।
তিনে নেমেছেন কুশল মেন্ডিস। তানজিমের পঞ্চম বলেই পুল করে চার মেরে ভালো শুরুও পেয়েছেন কুশল। এটা কি ফুল ব্লাড পুল ছিল? না। শর্ট আর্ম জ্যাবও বলা যায় এই শটকে।
মাদুস্কা ৫ ও মেন্ডিস ৪ রানে অপরাজিত।
একটি চার হজম তাসকিনের
শ্রীলঙ্কা: ৩ ওভারে ৫/০।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি একটু বাইরে পরায় হাত খুলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন মাদুস্কা। এ ছাড়া সবগুলো বলই ছিল ভালো লেংথ ও লাইনে। পঞ্চম বলটি এক্সট্রা বাউন্স নিয়ে ভেতরে ঢুকলেও বেঁচে যান মাদুস্কা।
১ রান দিয়ে শুরু তানজিমের
শ্রীলঙ্কা: ২ ওভারে ১/০।
অন্য প্রান্ত থেকে পেসার তানজিমও ভালো শুরু করলেন। মাত্র ১ রান দিয়েছেন। সুইং পাননি তবে প্রায় সবগুলোই ছিল লেংথ ডেলিভারি।
তাসকিনের মেডেন নিয়ে শুরু
শ্রীলঙ্কা: ১ ওভারে ০/০।
মেডেন ওভার নিয়ে বাংলাদেশের বোলিংয়ের শুরু করলেন পেসার তাসকিন। প্রথম তিন বলেই সুইং পেয়েছেন। ভালো লাইন–লেংথে বল করেছেন স্ট্রাইক নেওয়া নিশাঙ্কাকে।
নিশাঙ্কাকে বল একটু দেরিতে খেলতে দেখা গেল। বল কি একটু থেমে আসছে? যদিও নতুন বল।
বাংলাদেশ একাদশ
ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ ও তানভীরের। শ্রীলঙ্কার মতো বাংলাদেশ দলও তিন পেসার খেলাবে।
পারভেজের হাতে ওয়ানডে অভিষেকের টুপি তুলে দেন সাবেক অধিনায়ক নাজমুল।
তানভীরের হাতে ওয়ানডে অভিষেকের টুপি তুলে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।
তিন পেসার নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
টস ও পিচের কন্ডিশন
টস জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রেমাদাসার বাইশ গজ স্পিনাররা উপভোগ করলেও আসালঙ্কা এর আগে জানিয়েছেন, এটা মূলত ব্যাটিংবান্ধব উইকেট।
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ও ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ জানিয়েছেন, বেশ গরম পড়েছে এবং আর্দ্রতা আছে। উইকেটের নিচের অংশ খুব শক্ত এবং ওপরে সবুজ ঘাস খুব কম। তবে বাদামি মরা ঘাসের প্রাচুর্য আছে। বাউন্স ওঠা–নামা করবে না। প্রায় একই মাপেই বাউন্স উঠবে বলের। মাঝের ওভারগুলোয় স্পিনাররা ভালো ভূমিকা রাখতে পারেন। দ্বিতীয় ইনিংসে শিশির পরার সম্ভাবনা আছে। এ মাঠে ২৮০ রানকে জয়ের স্কোর বলা যায়।
২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়ের কাউকে ছাড়াই মাঠে নামবে—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
পারভেজ ও ইমনের ওয়ানডে অভিষেক
কলম্বো থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, আজ ওয়ানডে অভিষেক হবে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।
বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর।
পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।
স্বাগতম!
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি হবে তিন ম্যাচের।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ তে হেরেছে বাংলাদেশ।
ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজ। মিরাজের হাত ধরে বাংলাদেশের এই নতুন শুরুর বিষয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে—
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা। ক্লিক করুন নিচের লিংকে।