নাহিদ রানার চেয়ে জোরে বল করে বোলিং মেশিন—উইলিয়ামসের খোঁচা

জোরে বল করে খ্যাতি কুড়িয়েছেন নাহিদ রানাপ্রথম আলো

বৃষ্টির কারণে গতকাল অনুশীলন শুরু হয়েছিল দেরিতে। শুরু হওয়ার পর আবার মাঝপথে হানা দেয় বৃষ্টি। ব্যাট–বল নিয়ে দৌড়ে ড্রেসিংরুমে ফিরতে হয় জিম্বাবুয়ের ক্রিকেটারদের। বৃষ্টির বাধায় এরপর আর অনুশীলনই করতে পারেনি তারা। টেস্ট শুরুর দুই দিন আগে এমন পরিস্থিতি কোনো দলেরই ভালো লাগার কথা নয়। তবে জিম্বাবুয়ের শন উইলিয়ামস বলছেন, তিনি নাকি বৃষ্টিটা উপভোগই করেছেন!

আগামী পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–জিম্বাবুয়ে প্রথম টেস্ট। এর আগে আজ জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা উইলিয়ামসের কাছে জানতে চাওয়া হয়েছিল সিলেটে তাঁদের প্রস্তুতি নিয়ে। ১৫ এপ্রিল ঢাকায় পা রেখে পরদিনই সিলেটে চলে যায় জিম্বাবুয়ে দল। দুই টেস্টের সিরিজের আগে এমনিতেই কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না দলটা, তার ওপর অনুশীলনে বৃষ্টির ওই বাধা।

জিম্বাবুয়ের ব্যাটসম্যান শন উইলিয়ামস
প্রথম আলো

কথাটা মনে করিয়ে দিতেই উইলিয়ামস বলেছেন, ‘বৃষ্টিটা খুব উপভোগ করেছি গতকাল। অনুশীলনের সময় বৃষ্টি হওয়ায় ভালো হয়েছে। কারণ, আপনি যদি পূর্বাভাস দেখেন, খেলার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমাদের এটার ভেতর অনুশীলন করার ও প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের খেলার আগেই এখন চলে আসে নাহিদ রানা প্রসঙ্গ। গত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও গতির কারণে আলোচনায় ছিলেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন তিনি। তাঁকে নিয়ে কথা হচ্ছে সিলেট টেস্টের আগেও।

আরও পড়ুন

তবে নাহিদ রানাকে নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না উইলিয়ামসকে, ‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’

আরও পড়ুন