গয়নার দোকান থেকে গুজবের বাজার—তামান্না অবশেষে মুখ খুললেন রাজ্জাক প্রসঙ্গে

আবদুল রাজ্জাক ও তামান্না ভাটিয়াইনস্টাগ্রাম ও এক্স

তামান্না ভাটিয়া—বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে সমান দাপটে কাজ করে চলা হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর একজন। খ্যাতির সঙ্গে তাল মিলিয়ে গুজবও তাঁর পিছু ছাড়েনি। তবে সব জল্পনার ভিড়ে সবচেয়ে বেশি হইচই ফেলেছিল দুটি নাম—একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, আরেকজন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘দ্য লালানটপ’কে দেওয়া সাক্ষাৎকারে ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন ওই দুটি গুঞ্জন নিয়ে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এসব গুজবে এক ফোঁটাও সত্যি নেই।

সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞাসা করা হয় বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রেমের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নিয়ে। মুখে একগাল হাসি, চোখে বিরক্তি মেশানো বিস্ময় নিয়ে তামান্না বলেন, ‘আমার খুব খারাপ লাগছে বলেই বলছি, ওর (কোহলির) সঙ্গে আমার জীবনে একবার মাত্র দেখা হয়েছে। একটা শুটিংয়ে। এরপর আর কখনোই ওর সঙ্গে দেখা হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না কখনো মুখোমুখি হয়েছি।’

তামান্না ভাটিয়া ও বিরাট কোহলি
এক্স

আর রাজ্জাক? অনেক বছর আগে তাঁদের দুজনকে একসঙ্গে একটা গয়নার দোকানে দেখা গিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তখন এক প্রতিবেদনে জানিয়েছিল, তামান্নার সঙ্গে অলংকারের দোকানে রাজ্জাকের ছবিটি ২০১৭ সালের। দুবাইয়ে এক জুয়েলারি দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন দুজন। সেই ছবি থেকেই জন্ম নেয় গোপনে বিয়ে করে ফেলার গল্প।

সেই গুঞ্জন নিয়ে তামান্না হেসে বলেন, ‘ইন্টারনেটটা আসলেই দারুণ মজার একটা জায়গা। ইন্টারনেট বলছে, আমি নাকি কিছুদিনের জন্য আবদুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছিলাম!’

সাক্ষাৎকারে ক্যামেরার দিকে তাকিয়ে মজার ছলে তামান্না আরও যোগ করলেন, ‘স্যার (আবদুল রাজ্জাক), আপনাকে দুঃখিত বলতেই হচ্ছে। আপনার তো দুই-তিনটা বাচ্চা আছে! এমন গুঞ্জনের পর আপনার জীবনে কী চলছে, আমি কিছুই জানি না!’

২০১৩ সালে অবসর নেন রাজ্জাক।
এক্স

তামান্না স্পষ্ট করে বলেন, এসব গুজব একেবারেই লজ্জাজনক এবং বিব্রতকর, ‘যখন কারও সঙ্গে কোনো সম্পর্কই নেই, তখন হঠাৎ মানুষ একটা সম্পর্ক বানিয়ে ফেলে—এটা খুব অস্বস্তিকর। কিন্তু আপনি তো কিছু করতে পারবেন না। সময় লাগে মেনে নিতে যে এসব আপনি থামাতে পারবেন না। মানুষ তাদের মতো করে ভাববেই, সবাইকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

আরও পড়ুন

৩৫ বছর বয়সী তামান্না এখনো অবিবাহিত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাঁর সর্বশেষ সম্পর্ক ছিল অভিনেতা বিজয় বর্মার সঙ্গে। নেটফ্লিক্স অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ–২’–এর শুটিং সেটেই তাঁদের প্রথম আলাপ, সেখান থেকেই সম্পর্কের শুরু। ২০২৩ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, তখন তাঁরা প্রকাশ্যে প্রেমের কথা স্বীকারও করেন। তবে এখন শোনা যাচ্ছে, তাঁদের পথ আলাদা হয়ে গেছে। যদিও সম্পর্ক শেষ হলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেছে।

ওদিকে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা আবদুল রাজ্জাক চলতি বছরের শুরুতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অনুরোধে পাকিস্তান স্ট্রাইক ফোর্স ট্রেনিং ক্যাম্পের দায়িত্ব নেন। ঘরোয়া ও আন্তর্জাতিক খেলোয়াড়দের হার্ড-হিটিং ও আধুনিক সময়ের ব্যাটিং দক্ষতা বাড়ানো এই অনুশীলনের লক্ষ্য।

আরও পড়ুন