চুক্তি নবায়ন করছেন না দ্রাবিড়, ভারতের নতুন কোচ হতে পারেন লক্ষ্মণ

ফাইনাল হারের পর পুরস্কার–বিতরণীর সময় হতাশ রাহুল দ্রাবিড়–বিরাট কোহলিরয়টার্স

তাহলে কি ভারত ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের অধ্যায় আপাতত শেষ?

ভারতের শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সেটাই বলছে। ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল দ্রাবিড়ের। তিনি নাকি এই চুক্তি আর নবায়ন করছেন না। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালই আপাতত ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের শেষ ম্যাচ।

আর নতুন কোচ হতে যাচ্ছেন দ্রাবিড়েরই বন্ধু ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, যিনি আজ শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন। এর আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন লক্ষ্মণ।

আরও পড়ুন

টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, দ্রাবিড় বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। দুই বছরের চুক্তিতে ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। সর্বশেষ এশিয়া কাপ ছাড়া ভারতকে আর কোনো শিরোপা জেতাতে পারেননি।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন লক্ষ্মণ
ছবি: এএফপি

হেরেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে। এবারের বিশ্বকাপে অবশ্য ভারত দুর্দান্ত খেলেছে। ফাইনাল হারার আগে তারা জিতেছিল টানা ১০ ম্যাচে। এ ছাড়া দ্রাবিড়ের অধীনই টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

আরও পড়ুন

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্রাবিড় যোগাযোগ করে জানিয়েছেন, পূর্ণ মেয়াদে দলের প্রধান কোচ থাকতে তিনি আর ইচ্ছুক নন। প্রায় ২০ বছর ধরে খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন দ্রাবিড়। কোচ হিসেবেও গত দুই বছরও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেটা তিনি আর চাইছেন না। জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবেই তিনি ঠিক আছেন, এই দায়িত্বে থাকলে তিনি তাঁর শহর বেঙ্গালুরুতেও থাকতে পারবেন।’

আরেকটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, আইপিএলের কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেন দ্রাবিড়। জাতীয় দলের অন্য কোচিং স্টাফ, যাঁদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল, বিশ্বকাপ শেষে দলের সঙ্গে থাকবেন কি না, সেটাও এখনো নিশ্চিত নয়।
বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ লক্ষ্মণ জাতীয় দলের কোচ হতে ইচ্ছুক বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

টাইমস অব ইন্ডিয়াকে তারা বলেছে, ‘লক্ষ্মণ প্রধান কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালে আহমেদাবাদে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন লক্ষ্মণ। প্রধান কোচ হিসেবে লম্বা সময়ের জন্য চুক্তি করতে পারেন তিনি।’

আরও পড়ুন