কোহলি–রোহিতের টি–টোয়েন্টি ক্যারিয়ার কি শেষ, যা বললেন দ্রাবিড়

ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিছবি: এএফপি

রাহুল দ্রাবিড় কারও নাম নেননি। কিন্তু ভারতীয় কোচের কথায় পরিষ্কার, বিরাট কোহলি আর রোহিত শর্মাকে টি–টোয়েন্টি দলে রেখে ভবিষ্যতের কথা ভাবছে না ভারতীয় দল।

কাল পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১৬ রানে হেরে গেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ‘নতুন চেহারার’ ভারত। গত অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে উড়ে যাওয়ার পরপরই আলোচনাটা শুরু হয়েছিল।

বিরাট কোহলি আর রোহিত শর্মাদের মতো তারকারা একাধিক টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেও ভারতকে শিরোপা এনে দিতে পারেননি। ২০২৪ সালে অনুষ্ঠেয় আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নাহয় নতুন চেহারার ভবিষ্যতের দল নিয়েই ভাবুক ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজটিকে সেটারই একটা ‘টেস্ট কেস’ হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোহলি–রোহিত, এ দুজনের কেউই নেই। কোহলিকে দেওয়া হয়েছে বিশ্রাম, চোটের কারণে নেই রোহিত।

আরও পড়ুন

কাল রাহুল দ্রাবিড় ম্যাচ শেষে এ দুজনকে ছাড়া ভারতের ভবিষ্যতের টি–টোয়েন্টি দল গড়ারই একটা ছোট্ট ইঙ্গিত দিয়ে দিলেন হয়তো, ‘এটা ঠিক যে অক্টোবরের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দল খেলেছিল, শ্রীলঙ্কার বিপক্ষে সে দলের মাত্র চারজন আছে। আমরা এখন যে জায়গায় আছি, সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতের দল নিয়ে ভাবছি। আমাদের এই দল বেশ তরুণ। শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে এই দল নিয়ে খেলাটা আসলেই দারুণ এক অভিজ্ঞতা। এ মুহূর্তে আমাদের মনোযোগের প্রায় পুরোটাজুড়েই এ বছরের ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সুতরাং টি–টোয়েন্টি ক্রিকেট এখন আমাদের নতুনদের পরখ করে দেখার একটা সুযোগ করে দিয়েছে।’

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়
ছবি: টুইটার

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যে দল খেলেছিল, সেখান থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলছেন শুধু অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব ও আর্শদীপ সিং। বিশ্বকাপের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। এবার তারা খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, হার্দিক পান্ডিয়াকে কেন্দ্র করেই ভারতের ‘ভবিষ্যৎ’ টি–টোয়েন্টি দলটা হতে যাচ্ছে।

আরও পড়ুন

আপাতত ভারতীয় ক্রিকেটের সমর্থকদের কাছ থেকে ধৈর্যই দেখতে চাচ্ছেন ‘দ্য ওয়াল’, ‘আমাদের এই দলে অনেক তরুণ খেলোয়াড় আছেন। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। এসব তরুণ টেকনিক্যালি দারুণ। এখন তাঁদের পারফর্ম করার জন্য সঠিক পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা ঠিক যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে শেখাটা অনেক কঠিন। কিন্তু তারপরও আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে।’

আরও পড়ুন