আফগানিস্তানের কাছে পাকিস্তানের হার, হারিস বললেন দায়টা আমার

৩ ম্যাচে সব মিলিয়ে মাত্র ২২ রান করতে পেরেছেন হারিসছবি: টুইটার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে বোধ হয় একটু বেশিই হালকাভাবে নিয়েছিল পাকিস্তান! বিশ্রাম দেওয়া হয়েছিল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। ফলটা হাতেনাতেই পেয়েছে পাকিস্তান। এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয় না পাওয়া আফগানরা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

এই সিরিজে পাকিস্তানের বড় ভরসা ছিলেন মোহাম্মদ হারিস। কিন্তু তিন ম্যাচের এই সিরিজে হারিস ব্যাট হাতে ব্যর্থ। তবে প্রত্যাশার চাপটা ঠিকই টের পেয়েছেন। সিরিজ হারের দায়টা তাই নিয়েছেন নিজের কাঁধেই।

আরও পড়ুন

হারিসের টুইট, ‘প্রিয় দেশবাসী, যে ফলাফলটা চেয়েছিলাম, সেটা হয়নি। দায়টা আমার; কারণ, আমি দলকে ভালো শুরু এনে দিতে পারিনি। খুবই দুঃখিত। তবে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ভালোভাবেই ফিরে আসব।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চার ক্রিকেটারের—ওপেনার সাইম আইয়ুব, তায়াব তাহির, পেসার জামান খান ও পেসার ইহসানউল্লাহ। মূলত শাদাব খান আর ইমাদ ওয়াসিম ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার বলতে তেমন কেউ ছিলেন না। তবে তরুণ হলেও হারিসে তাকিয়ে ছিল পাকিস্তান। আফগানিস্তান সিরিজের আগে পাকিস্তানের হয়ে মাত্র ৫ টি-টোয়েন্টি খেলা হারিস ঘরোয়া ক্রিকেটে পরিচিত ও পরীক্ষিত ব্যাটসম্যান।

আরও পড়ুন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও কার্যকর ইনিংস খেলেছিলেন হারিস। বিশেষ করে বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ১১ বলে ২৮ রানের ইনিংস সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই আফগান পেসার ফজলহক ফারুকির বিপক্ষে ভালো শুরুর দায়িত্বটা ছিল তাঁর কাঁধেই। কিন্তু তিন ম্যাচের এই সিরিজে করেছেন সব মিলিয়ে ২২।

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এক সিরিজে ব্যর্থ হওয়ার পরও পাকিস্তান হারিসের ওপর ভরসা রাখে কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন