হারের পর গুরবাজকে ব্যাট উপহার বাবরের

গুরবাজকে ব্যাট উপহার দিচ্ছেন বাবরছবি : টুইটার

ইনস্টাগ্রামে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসিও ছবিটি পোস্ট করেছে। আফগানিস্তান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের হাতে একটি গ্রে নিকোলস ব্যাট। মুখে হাসি। পাশেই দাঁড়ানো বাবর আজম।

ক্যাপশন না দেখে শুধু ব্যাটটি দেখেই হয়তো অনেকে আন্দাজ করে নিয়েছিলেন। বাবর তো গ্রে নিকোলস ব্যাট দিয়েই খেলেন, তাহলে কি তিনি নিজের ব্যাট রহমানউল্লাহ গুরবাজকে উপহার দিয়েছেন?

আইসিসির ক্যাপশনেই বিষয়টি পরিষ্কার, ‘বাবর আজমের দেওয়া উপহার। ক্রিকেটের চেতনা টিকে আছে, ভালো আছে।’ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পোস্টের ক্যাপশনেও একই সুর, ‘উপহারের জন্য ধন্যবাদ বাবর আজম।’

চেন্নাইয়ে গতকাল পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের ২৮২ রান তাড়া করে তুলে নেওয়া জয়ে ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ। ম্যাচ শেষে বাবর তাঁকে নিজের ব্যাট উপহার দেন। রহমানউল্লাহ গুরবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোসংবলিত টি-শার্ট ও ট্রাউজার পরা অবস্থায় দেখা গেছে ছবিতে।

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে হারে সেমিফাইনালে ওঠার আশায় বড় ধাক্কা খেল পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে বাবর আজমের দল। হাতে রয়েছে আর ৪ ম্যাচ। যা করার এর মধ্যেই করতে হবে পাকিস্তানকে। বাবরের জন্য এখন প্রতিটি ম্যাচই যেন ফাইনাল!

পাকিস্তানের বিপক্ষে কাল আফগানিস্তানের জয়ের ভিত গড়ে দেন গুরবাজ
ছবি : আইসিসি

৫ ম্যাচ খেলা আফগানিস্তানের পয়েন্টও ৪। ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে হাশমতউল্লাহ শহীদির দল। নেট রানরেটে পাকিস্তানের (-০.৪০০) চেয়ে পিছিয়ে টেবিলের ছয়ে আফগানিস্তান (-০.৯৬৯)।