চলে গেলেন কোচ জাফরুল এহসান

জাফরুল এহসানবিসিবি

ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বছর দেড়েক ধরে। শেষ পর্যন্ত হার মেনেছেন বিসিবির কোচ জাফরুল এহসান। আজ ৬০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে কোচ এহসানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সিনিয়র হাইপারফরম্যান্স (এইচপি) কোচ মোহাম্মদ জাফরুল এহসানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোকাহত। ২০২২–এর ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। ঢাকায় আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।’

২০০৬ সাল থেকে বিসিবির কোচ হিসেবে কাজ করেছেন লেভেল-৩ সার্টিফায়েড এই কোচ। ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এহসান। বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ।

খেলোয়াড়দের প্রিয় ‘এহসান স্যার’ বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের দীর্ঘদিন কাজ করার জন্যই বেশি পরিচিত ছিলেন। ২০১৫ সাল থেকে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি বিসিবির এই বিভাগের প্রধান কোচ এবং ব্যাটিং কোচের ভূমিকায় দায়িত্ব পালন করেন। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার একসময় তাঁর অধীন ছিলেন।

আরও পড়ুন

বিসিবির কোচের দায়িত্ব পালনের পাশাপাশি এহসান প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) কোচ হিসেব কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।