‘সূর্যবংশীকে সুরক্ষা দাও’
শচীন টেন্ডুলকার এসেছেন, প্রতিভা আর শৃঙ্খলার দারুণ সংমিশ্রণে ক্রিকেট-বিশ্বকে জয় করেছেন। টেন্ডুলকারের মতোই প্রতিভা নিয়ে ক্রিকেট-বিশ্বে আবির্ভূত হয়েছিলেন বিনোদ কাম্বলি। টেন্ডুলকারের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কাম্বলি। তাঁর খেলার ধরন দেখে অনেকে তাঁকে টেন্ডুলকারের চেয়ে প্রতিভাবানও বলেছিলেন। কিন্তু ক্রিকেটের আকাশ থেকে অকালেই ঝরে পড়েছেন কাম্বলি আর সেটা শুধু যশকে বশ করতে না পারার কারণে। পরবর্তী সময়ে আরেক প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শরও কাম্বলির মতো একই পরিণতি হয়েছে।
এ দুটি উদাহরণ টেনে ভারতের ক্রিকেট অঙ্গনের সর্বশেষ বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে দেখে রাখতে বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। ইএসপিএনক্রিকইনফোতে তিনি যা লিখেছেন, তার মর্মার্থ এ রকম—বৈভব সূর্যবংশীকে সুরক্ষা দাও!
ভারতের সাবেক কোচ চ্যাপেল লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার কিশোর বয়স থেকে সাফল্য পেয়েছে শুধু প্রতিভার কারণে নয়, নিরেট একটা সাপোর্ট সিস্টেমের কারণেও। একজন বিজ্ঞ কোচ আর পরিবার তাকে বাইরের সার্কাস থেকে রক্ষা করেছে।’
চ্যাপেল এরপর কাম্বলির হারিয়ে যাওয়া নিয়ে লিখেছেন, ‘অন্যদিকে বিনোদ কাম্বলি সমান প্রতিভা এবং সম্ভবত টেন্ডুলকারের চেয়েও বেশি চোখধাঁধানো ছিল, সে যশ আর শৃঙ্খলার ভারসাম্য করতে পারেনি। তার পতনও ছিল আবির্ভাবের মতো নাটকীয়। পৃথ্বী শ আরেক বিস্ময়বালক, যার এমন পতন হয়েছে।’
কাম্বলি আর টেন্ডুলকারের ক্রিকেটে আবির্ভাব একই সঙ্গে। একই স্কুলে পড়েছেন, স্কুল ক্রিকেটে দুজনের ৬৬৪ রানের জুটিও আছে। কিন্তু টেন্ডুলকার ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হয়েছেন আর কাম্বলি বিস্মৃত এক তারকা। সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজারের বেশি রান করা টেন্ডুলকারের সেঞ্চুরি ১০০টি। ক্রিকেটের অনেক ইতিহাসই নতুন করে লিখিয়েছেন তিনি। আর কাম্বলির ভারত দলের ক্যারিয়ারে যতি পড়েছে ১৭ টেস্ট ও ১০৪টি ওয়ানডেতে। অথচ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
চ্যাপেল বৈভবকে নিয়ে পরামর্শ দিয়েছেন এভাবে, ‘বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজি, মেন্টর আর সংবাদমাধ্যম—তাকে সুরক্ষা দাও।’ বৈভবকে নিয়ে ক্রিকেট-বিশ্বে আলোচনা অনেক আগে থেকেই। আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এরপর তিনি আলোচনায় আসেন আইপিএল অভিষেকে প্রথম বলেই ছক্কা মেরে। সর্বশেষ তিনি গত সোমবার গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে জিতিয়েছেন রাজস্থান রয়্যালসকে।