বাংলাদেশকে সিরিজ হারানোর কথা ভেবে চাপে পড়তে চায় না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল। এবার কি সিরিজ জিতবে বাংলাদেশ?

সিরিজে এখন ১–১ সমতাএএফপি
আরও পড়ুন

শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে আজ সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি শেষ ম্যাচের আগে সিরিজের ফল নিয়ে বেশি না ভাবার কথাই বললেন, ‘আমরা সিরিজ নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। প্রক্রিয়াটার দিকেই চোখ রাখছি। জানি আমরা ভালো দল। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, যদি তা করতে পারি তাহলে মনে হয় না প্রতিপক্ষ আমাদের সঙ্গে পারবে।’

কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানে অলআউট করে শ্রীলঙ্কা। রান তাড়ায় ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে ফেলে দলটি। তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন ও তানভীর ইসলাম বদলে দেন ম্যাচের গতিপথ। শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২৩২ রানে। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাঁহাতি স্পিনার তানভীর।

সংবাদ সম্মেলনে কথা বলছেন তিলিনা কান্দাম্বি
প্রথম আলো

আগের ম্যাচের ভুল থেকে শিখে এবার ঘুরে দাঁড়ানোর কথা বলছেন কান্দাম্বি, ‘আগের ম্যাচে বাংলাদেশের তিনজন স্পিনারই মাঝের ওভারগুলোতে ভালো করেছে। কীভাবে ওই সময়ে তাঁদের সামলাব, তা নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা অনুশীলনেও এসব বিষয়ে নজর দেব।’

পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচের উইকেটও আগের ম্যাচের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস তাঁর, ‘পাল্লেকেলের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আমার মনে হয় ভালো বাউন্সও থাকবে। আপনি যদি এখানকার শেষ কিছু ম্যাচ দেখেন, ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। আশা করি আমরা জানপ্রাণ দিয়ে লড়ে ভালো কিছু করে দেখাতে পারব।’

আরও পড়ুন