১২১ ম্যাচ কম খেলেই ব্রাভোর রেকর্ড ভাঙলেন রশিদ খান
‘অসাধারণ এক অর্জন’—রশিদ খান না বললেও পারতেন!
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়াটা কত বড় অর্জন, তা কে না জানে। গতকাল মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে দুইয়ে ঠেলে এই সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গেছেন সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান। এসএ টি–টোয়েন্টিতে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে বোল্ড করে ব্রাভোর ৬৩১ উইকেট টপকে যান এমআই কেপটাউন অধিনায়ক। পরে দিনেশ কার্তিককে আউট করে উইকেট সংখ্যাটাকে ৬৩৩-এ নিয়ে যান ২৫ বছর বয়সী রশিদ। অধিনায়কের রেকর্ড গড়ার ম্যাচটি ৩৯ রানে জিতেছে কেপটাউন। কোয়ালিফায়ারের এই জয় ফাইনালে তুলে দিয়েছে কেপটাউনকে।
ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়লেন রশিদ। ব্রাভো ৫৮২ ম্যাচে পেয়েছেন ৬৩১ উইকেট। আগের ম্যাচেই ব্রাভোকে ছোঁয়া রশিদ রেকর্ড গড়লেন ৪৬১ ম্যাচে।
রেকর্ড গড়ার পর রশিদ বেশ আপ্লুতই ছিলেন ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ‘অসাধারণ এক অর্জন। যদি ১০ বছর আগে আপনারা জিজ্ঞাসা করতেন আমি এখানে পৌঁছাতে পারব কি না, বলতাম কখনো এ নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারও এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের, আমি আরও এগিয়ে যেতে চাই।’
২০১৫ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলেন রশিদ। যুদ্ধপীড়িত এক দেশ থেকে উঠে আসা সেই রশিদ পরে ‘বিশ্বজয়’ করেছেন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে বিপিএল, এসএ টোয়েন্টি থেকে আইএল টোয়েন্টি—কোথায় খেলেননি রশিদ।