ভারতের উইকেটকে ধুয়ে দিয়ে গাভাস্কারের কথার জবাব দিলেন টেলর

কথার লড়াইয়ে অস্ট্রেলিয়া ও ভারতের সাবেক অধিনায়ক মার্ক টেলর এবং সুনীল গাভাস্কারছবি : সংগৃহীত

ভারতের উইকেট নিয়ে যেন আলোচনাটা থামছেই না। সিরিজের শুরু থেকেই এমন স্পিনিং উইকেটের পক্ষে-বিপক্ষে নানা কথা শোনা যাচ্ছে।

এবার সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর। উইকেটের সমালোচনার সঙ্গে সুনীল গাভাস্কারের কথার জবাবও দিয়েছেন এই ব্যাটসম্যান।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন পর্যন্ত হওয়া তিন টেস্টই শেষ হয়েছে তৃতীয় দিনে। প্রতিটি ম্যাচেই প্রথম দিন থেকে স্পিনাররা পেয়েছেন বিশাল বাঁক। তবে সর্বশেষ টেস্টে ইন্দোরের উইকেট সবকিছুকে ছাড়িয়ে গেছে। তাই ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতে সেই উইকেটকে ‘বাজে’ রেটিং দিয়েছে আইসিসি। দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ইন্দোর টেস্টের পিচ নিয়ে আলোচনা নতুন ডালপালা মেলেছে
ছবি : এএফপি

আইসিসির এমন সিদ্ধান্তে খেপেছিলেন সুনীল গাভাস্কার। গত ডিসেম্বরে ব্রিসবেনে দুই দিনে টেস্ট শেষ হওয়ার ব্রিসবেনের উইকেটকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই প্রশ্নও রেখেছেন গাভাস্কার।

আরও পড়ুন

গাভাস্কারের এমন কথার জবাব দিয়ে ব্রিসবেনের সেই উইকেটের পক্ষে সাফাই গাইলেন টেলর, ‘ব্রিসবেনে গ্রাউন্ডসম্যান পিচে প্রচুর ঘাস রেখেছিল। তাতে কোনো দলই সুবিধা পায়নি। অস্ট্রেলিয়ার পেসাররা যতটা সুবিধা পেয়েছে, দক্ষিণ আফ্রিকার পেসাররাও ততটাই সুবিধা পেয়েছে। তাই আমার মনে হয় ইন্দোরের মতো গ্যাবায় উইকেট তৈরির পেছনে কোনো চাতুর্য ছিল না। ইন্দোরের উইকেটটা খুবই বাজেভাবে প্রস্তুত করা হয়েছে। পিচটা ছিল অনেকটা লটারির মতো, যেখানে ভারত জিততে পারেনি।’

সোয়া দুই দিনেই ইন্দোর টেস্টের নিষ্পত্তি হয়ে গেছে
ছবি : বিসিসিআই

ইন্দোরের পিচকে দেওয়া রেটিংয়ের সঙ্গেও একমত টেলর। নাগপুর ও দিল্লির পিচও টেইলরের অবশ্য পছন্দ হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমার মতে, পুরো সিরিজের পিচগুলোই ছিল বাজে। আর তিনটির মধ্যে ইন্দোরের পিচ ছিল সবচেয়ে বাজে। প্রথম দিন থেকেই উইকেট এতটা ভয়ংকর হওয়া উচিত নয়। চতুর্থ কিংবা পঞ্চম দিনে এমনটা হলে মানা যায়। আমার মতে, ইন্দোরের পিচ খুবই বাজে ছিল এবং এটাকে সে অনুযায়ী রেটিং দেওয়া উচিত।’

আরও পড়ুন