সাকিবের হাতে আর্জেন্টিনা ক্রিকেট দলের উপহার

আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি হাতে সাকিব আল হাসান। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেছবি: বিসিবি

২০১৮ সালে প্রথম আলোর কলামে সাকিব আল হাসান লিখেছিলেন, ‘মেসি অন্য কোনো দেশের বা দলের হয়ে খেললে আমি হয়তো সে দেশকে বা দলকেই সমর্থন দিতাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করব, যেন মেসির খেলা বেশি দেখতে পারি।’

গত ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর গায়ে লিওনেল মেসির জার্সি চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন সাকিব। রাস্তায় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদ্‌যাপনও করেন এ অলরাউন্ডার। গাড়িতে বসে মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের বিশ্বকাপ জয়ে উল্লাস করেন। এই ভালোবাসার পুরস্কারটা আজ পেলেন সাকিব। সুদূর আর্জেন্টিনা থেকে তাঁর জন্য উপহার পাঠিয়েছেন দেশটির পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

আরও পড়ুন

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের হাতে আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট করা হয়।

সেখানে সাকিবের জার্সি নেওয়ার ছবিসহ ক্যাপশনে লেখা হয়, ‘আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকসের পাঠানো আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি গ্রহণ করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়েছেন তাঁরা। ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ জার্সিটি বাংলাদেশ পর্যন্ত এনেছেন।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন প্রচুর বাংলাদেশি। এই সমর্থনের ঢেউ লেগেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের তুমুল সমর্থনের ছবি ও ভিডিও পোস্ট করেছিল। এতে আর্জেন্টিনার ক্রীড়াপ্রেমী মানুষের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের অদৃশ্য এক বন্ধন গড়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে একটি পেজও খুলেছেন আর্জেন্টাইনরা। এ ছাড়া নতুন করে বাংলাদেশে দূতাবাসও চালু করে আর্জেন্টিনা।

সব মিলিয়ে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টাইনদের সঙ্গে বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে। সেই বন্ধন থেকেই জার্সিটি হাতে পেলেন সাকিব।

আরও পড়ুন
আরও পড়ুন

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের ধারাভাষ্যকার লিওনার্দ এ নিয়ে বলেছেন, ‘বুয়েনস এইরেসে আইসিসির বাছাইপর্বে ধারাভাষ্য দিচ্ছিলাম। সেটা এই সিরিজের আগে। সেখানে টুর্নামেন্টের শেষ দিনে (আর্জেন্টিনার) খেলোয়াড়েরা জানতে চেয়েছিল, এখান থেকে আমি কোথায় যাব। বললাম, আমার পরের গন্তব্য বাংলাদেশ। তারা বলল, “খুব ভালো, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এ দুটি দেশের বন্ধন প্রবল।” তারা জানতে চাইল, তাদের পক্ষ থেকে সাকিবের জন্য উপহার হিসেবে আমি জার্সি নিয়ে যেতে পারব কি না? এ ছাড়া ভিডিও বার্তাও তারা পাঠিয়েছে। তখনো জানতাম না এটা সম্ভব কি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি। বিসিবি মিডিয়া টিমও সাহায্য করেছে। আমি একজন সামান্য বার্তাবাহক, সাহায্য করতে পেরে ভালো লাগছে।’

লিওনার্দ জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পেয়ে সাকিব খুশিই হয়েছেন, ‘সাকিব বেশ খুশি। সে বলেছে, আর্জেন্টিনাকে ভালোবাসে, এই জার্সিও ভালোবাসে। আর ভিডিও বার্তা পেয়েও খুব খুশি হয়েছে।’

সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের অধিনায়ক আলিসন স্টোকস বলেছেন, ‘হ্যালো সাকিব, কেমন আছেন? আমার নাম আলিসন স্টোকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। আমি জানি আপনি একটি উপহার পেয়েছেন। আশা করি আপনার পছন্দ হবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটা সমর্থন করে, তা আমি জানি। একইভাবে আমি এবং আমরা সবাই আপনাদের দেশের ক্রিকেটকে সমর্থন করি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সৌভাগ্য কামনা করছি।’

আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল সাকিবকে পাঠানো ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো সাকিব। আমি এরনাম ফেনেল, আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। জার্সিটা তারই প্রশংসাসূচক উপহার।’