রোহিতকে সরিয়ে ৮ লাখ অনুসারী হারাল মুম্বাই

রোহিত শর্মাকে (বাঁয়ে) সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বে এনেছে মুম্বাই ইন্ডিয়ানসবিসিসিআই

হার্দিক পান্ডিয়ার জন্য ব্যাপারটা রাজ্যসহ রাজকন্যা পাওয়ার মতোই!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের বিনিময়ে দলবদল করা প্রথম খেলোয়াড় হিসেবে গুজরাট টাইটানস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছেন পান্ডিয়া। দুই বছর পর পুরোনো ঠিকানায় ফিরতে না ফিরতেই অধিনায়কত্বও পেয়ে গেছেন এই অলরাউন্ডার।

রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস। আর এ ঘটনার ১ ঘণ্টার মধ্যে মুম্বাই তাদের ৪ লাখ টুইটার অনুসারী হারিয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি এক দিনের ব্যবধানে ইনস্টাগ্রাম অনুসারীও হারিয়েছে ৪ লাখের বেশি।

মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নিতা আম্বানির সঙ্গে হার্দিক পান্ডিয়া
টুইটার

মুম্বাইয়ের স্বীকৃত টুইটার পেজে গিয়ে দেখা গেছে, তাদের বর্তমান অনুসারীর সংখ্যা ৮২ লাখ। গতকাল রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার আগে যা ছিল ৮৬ লাখ। ইনস্টাগ্রামে কাল দুপুরেও অনুসারী সংখ্যা ছিল ১ কোটি ৩২ লাখ। এখন কমে গিয়ে ১ কোটি ২৮ লাখ। ফেসবুকেও অনুসারীর সংখ্যা কমার কথা। তবে সংখ্যাটা নির্দিষ্ট করে জানা যায়নি।

মুম্বাই ইন্ডিয়ানস ইতিহাসের সফলতম অধিনায়ক ছিলেন রোহিত। দলটিকে ১১ মৌসুমে নেতৃত্ব দিয়ে পাঁচটি আইপিএল ও একটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা এনে দিয়েছেন তিনি। ২০১০ সালে বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জারস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন। তখন থেকে মুম্বাইয়ের সঙ্গেই আছেন।

দলটির নেতৃত্ব পান আরও তিন মৌসুম পর ২০১৩ সালে। ব্যর্থতার দায়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং সরে দাঁড়ালে তাঁর জায়গা নেন রোহিত। অধিনায়কত্বের অভিষেক মৌসুমেই মুম্বাইকে আইপিএলের প্রথম শিরোপা এনে দেন। একই বছর তাঁর নেতৃত্বে দলটি চ্যাম্পিয়নস লিগও জেতে।

মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে জেতা পাঁচ আইপিএল ট্রফির সঙ্গে রোহিত শর্মা
টুইটার

রোহিতের জন্ম ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। আর মুম্বাই মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। রোহিতকে তাই ঘরের ছেলে মনে করে মুম্বাই ইন্ডিয়ানের সমর্থকেরা। তাঁর জায়গায় হঠাৎ গুজরাটের ছেলে পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়ায় ব্যাপারটা মুম্বাই সমর্থকদের কাছে ‘ঘরের ছেলেকে পর করে দিয়ে বাইরের কাউকে আপন করে নেওয়ার মতো’ লাগতে পারে। রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাইয়ের অনুসারী কমার অন্যতম কারণ হতে পারে এটি।

আরও পড়ুন

তা ছাড়া জনপ্রিয়তাও পান্ডিয়া এখনো রোহিতের ধারেকাছে যেতে পারেননি। টুইটারে রোহিতের অনুসারী সংখ্যা ২ কোটি ২৫ লাখ, পান্ডিয়ার এর অর্ধেকও নয়—৯৮ লাখ। রোহিতের নেতৃত্বগুণও আলাদা করে চোখে লেগে থাকার মতো। বিশেষ করে তাঁর নেতৃত্বে সর্বশেষ বিশ্বকাপে ভারত যেভাবে খেলেছে, তিনি নিজেও প্রায় প্রতি ম্যাচেই দলকে যে ঝোড়ো শুরু এনে দিয়েছেন, তা বিশ্বজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

টুইটারে ১ ঘণ্টায় ৪ লাখ অনুসারী হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস

এক ক্রিকেটপ্রেমী সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাইয়ের অনুসারী কমে যাওয়ার প্রমাণস্বরূপ স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, ‘১ ঘণ্টায় ৪ লাখ (টুইটার) অনুসারী হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এটাই অধিনায়ক রোহিত শর্মার শক্তি।’

রোহিত নিজ থেকেই মুম্বাইয়ের নেতৃত্ব ছেড়েছেন নাকি তাঁকে সরে যেতে বাধ্য করা হয়েছে, সেটা পরিষ্কার করেনি মুম্বাই। নতুন অধিনায়ক হিসেবে পান্ডিয়ার নাম ঘোষণা করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে কাল যে কথাগুলো বলেছেন, তাতে বোঝা গেছে ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা ৩৬ বছর বয়সী রোহিতের চেয়ে ৩০ বছর বয়সী পান্ডিয়াকেই বর্তমান প্রেক্ষাপটে যোগ্য মনে হয়েছে তাঁদের, ‘এটা উত্তরাধিকার তৈরি এবং মুম্বাই ইন্ডিয়ানসের ভবিষ্যৎ-প্রস্তুতির যে দর্শন, সেটিরই অংশ।’

আরও পড়ুন

দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিতের দূরে থাকাও তাঁকে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা কারণ হতে পারে। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে পড়ার পর দেশের হয়ে এই সংস্করণে আর খেলেননি রোহিত। তাঁর অনুপস্থিতিতে বেশির ভাগ সময় পান্ডিয়াই জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বেশ সফলও হয়েছেন। ধারণা করা হচ্ছে, রোহিত ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিলে স্থায়ীভাবে নেতৃত্বভার তুলে দেওয়া হবে পান্ডিয়ার কাঁধে।

ইনস্টাগ্রামেও রাতারাতি ৪ লাখ অনুসারী হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস

মুম্বাই সর্বশেষ আইপিএল জিতেছিল ২০২০ সালে। রোহিতের নেতৃত্বে সর্বশেষ তিন মৌসুমে একবারও ফাইনালে উঠতে পারেনি। এর মধ্যে দুবার বিদায় নিয়েছে লিগ পর্ব থেকে। একবার তো পয়েন্ট তালিকার তলানিতেও ছিল।

আরও পড়ুন

বিপরীতে পান্ডিয়ার নেতৃত্বে গত বছর চ্যাম্পিয়ন হয় নবাগত গুজরাট টাইটানস। এ বছর শিরোপা ধরে রাখার অভিযানে প্রায় সফল হয়েছিল। তবে রোমাঞ্চকর ফাইনালের শেষ ২ বলে প্রয়োজনীয় ১০ রান তুলে গুজরাটকে হতাশ করেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।