বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে হেনরির জায়গায় ওয়াগনার

নিউজিল্যান্ড পেসার নিল ওয়াগনারনিউজিল্যান্ড ক্রিকেট

চোটের কারণে ছিটকে যাওয়া ম্যাট হেনরির জায়গায় বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে পেসার নিল ওয়াগনারকে। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে কাটানো ওয়াগনার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন।

বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে যান হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, ‘এ সপ্তাহে করা স্ক্যান ও পর্যালোচনার পর বোঝা গেছে, চোট যথেষ্ট ঠিক হয়নি, ফলে সে টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য প্রস্তুত নয়, তাকে বিবেচনাও করা যাচ্ছে না।’

২৮ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য দুই সপ্তাহের কম সময় আছে বলে ৬৩টি টেস্ট খেলা ওয়াগনারকে ডাকা হয়েছে। এ সপ্তাহেই নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে ফিরেছেন এ বাঁহাতি পেসার। পিঠের চোটের কারণে প্লাঙ্কেট শিল্ডের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ছিলেন না তিনি।

ওয়াগনারকে দলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস, ‘বাংলাদেশ সফরে নিলের স্কিল ও অভিজ্ঞতা পাওয়াটা দারুণ হবে। তার রেকর্ডই তার হয়ে কথা বলে, আর আমরা সবাই জানি সে কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক একজন। সে উপমহাদেশে অনেক ক্রিকেট খেলেছে। আমি জানি সামনের চ্যালেঞ্জ নিয়ে সে রোমাঞ্চিত।’

বাংলাদেশ সফরে থাকছেন না ম্যাট হেনরি
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের সর্বশেষ মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওয়াগনার মাঠের বাইরে চলে গিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। গত ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের জয়ে শেষ উইকেটটি নিয়েছিলেন ওয়াগনার। এরপর শেষ বলে গিয়ে শ্রীলঙ্কাকে হারানো ম্যাচে চোটগ্রস্ত হ্যামস্ট্রিং নিয়েই কেইন উইলিয়ামসনের সঙ্গে রানের জন্য দৌড়েছিলেন তিনি।

আরও পড়ুন

দুই টেস্টের সিরিজের দলে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটাররা ২১ নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে। এ সিরিজের দলে থাকা যেসব ক্রিকেটার বিশ্বকাপে খেলেছেন, তাঁরা এখন দুবাইয়ে বিশ্রাম নিচ্ছেন। বাংলাদেশে এসে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবেন তাঁরা। ২৮ নভেম্বর সেখানেই শুরু প্রথম টেস্ট, এরপর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুই দলের জন্যই এটি প্রথম সিরিজ।

দেশের মাটিতে সিরিজের পর ডিসেম্বরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের টেস্ট দল
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, নিল ওয়াগনার, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।