৫ কারণ জানিয়ে ক্রিকেটাররা বললেন, নাজমুল পদত্যাগ না করলে খেলব না
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। আজ বনানীতে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। এ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে ৫টি কারণ উল্লেখ করেছে কোয়াব। ক্রিকেটারদের দাবি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি অভিযোগ নিষ্পত্তি ও তাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করতে হবে বিসিবিকে।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’
ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তাঁরা ম্যাচ খেলতে নামবেন।
তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল অনুষ্ঠিত বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির প্রধান ও বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম।
টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেওয়ার বিষয়টি ভাববে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’
আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
নাজমুলের এই মন্তব্যের পর গতকাল জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, তাঁকে পদত্যাগের আলটিমেটাম দেন। মিঠুন বলেন, (আজ) বেলা একটায় বিপিএলের ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।
মিঠুন বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’
এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, ক্রিকেটাররা পরিচালক হিসেবে নাজমুলের পদত্যাগের দাবিতে অটল। পাশাপাশি বিপিএলে আজ বেলা ১টায় নির্ধারিত ম্যাচও শুরু হয়নি।
আজ দুপুরে কোয়াবের নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটার বনানীতে সংবাদ সম্মেলন করেন। নির্ধারিত সময়ের তুলনায় একটু দেরিতে শুরু হয় এই সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান ও টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
এই সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন। পাশাপাশি সংবাদ সম্মেলন শেষ হওয়ার একটু পরই নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।