আবারও খালেদের ৪ উইকেট, আবারও জয় রংপুরের

টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন খালেদরংপুর রাইডার্সের ফেসবুক পেজ

শেষ ওভারে হোবার্ট হারিকেনসের দরকার ছিল ১৩ রান। প্রথম বলে ওয়াইড দিলেন আজমতউল্লাহ ওমরজাই। পরের বল ছক্কা মোহাম্মদ নবীর। এরপর ২ রান। রংপুর রাইডার্সকে হারাতে তখন ৪ বলে মাত্র ৪ রান দরকার হোবার্টের। সেখান থেকেই কিনা ম্যাচ জিতে গেল রংপুর। শেষ ৪ বলে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলতে পারে হোবার্ট। ১ রানে জিতে গায়ানায় গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেলে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর। আজমতউল্লাহ নন, ৪ উইকেট নিয়ে আগের ম্যাচের মতো আজও রংপুরের জয়ের নায়ক পেসার খালেদ আহমেদ।

আরও পড়ুন

রংপুর করেছিল ৬ উইকেটে ১৫১ রান। রান তাড়ায় হোবার্ট প্রথম পাঁচ ওভারে ৫১ রান তুলে ফেলে।ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ১৯ বলে ৩৪ রান করা  বেন ম্যাকডরমেটকে ফিরিয়ে প্রথম উইকেট পান খালেদ। নিজের পরের ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৪ রান দেন খালেদ। ১৭তম ওভারে খালেদ যখন নিজের তৃতীয় ওভার করতে আসেন, তখন হোবার্টের দরকার ২৪ বলে ৩৬ রান।

শুরুতে একটা চার হজম করলেও ওই ওভারেই খালেদ ফিরিয়ে দেন ১৩ বলে ২০ রান করা ওডিন স্মিথকে। ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে আরও ২ উইকেট নেন খালেদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে সব মিলিয়ে ৪ উইকেট পান তিনি।

বোলিংয়ে খালেদ ভালো করলেও রংপুরের বাংলাদেশি ব্যাটসম্যানরা তেমন ভালো করতে পারেননি। ওপেনার সৌম্য সরকার ৬ বলে ৫, ইয়াসির আলী ১২ বলে ৯ আর নুরুল হাসান ৮ বলে ৩ রান করেন। তবুও ইব্রাহিম জাদরানের ৩১ বলে ৪৩ ও কাইল মেয়ার্সের ৪২ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ১৫১ রানের সংগ্রহ পায় রংপুর।

ওই রান তাড়ায় নেমে হোবার্টের নবী ৩৬ বলে ৪৪ রান করেন। বেন ম্যাকডরমটের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৪ রান। তবে শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করলেও ১৫০ রানে অলআউট হয়েছে হোবার্ট।

আরও পড়ুন