ছক্কা মেরে স্পনসরের গাড়ির কাচ ভাঙলেন এলিস পেরি

আরেকটি ছক্কা মারছেন রয়্যাল চ্যালেঞ্জাসর্ন বেঙ্গালুরুর এলিস পেরি। গতকাল মেয়েদের আইপিএলে উত্তর প্রদেশ ওয়ারিয়র্সের বিপক্ষেবিসিসিআই

সীমানাদড়ির বাইরে মঞ্চে সাজানো গাড়ি ক্রিকেট মাঠে আজকাল নিয়মিতই দেখা যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবেই রাখা হয়ে থাকে ঝাঁ–চকচকে সেই গাড়ি। অনেক সময় স্পনসর প্রতিষ্ঠান বিজ্ঞাপন হিসেবেও রাখে সেই গাড়ি। চার-ছক্কার টি-টোয়েন্টির এই যুগেও কী করে যেন গাড়িগুলোর কাচ অক্ষত থেকে যেত। ছক্কাগুলো যে খুঁজে পেত না গাড়িগুলোকে।

গাড়িগুলোর অক্ষত থাকা সেই দিন মনে হয় শেষ হতে চলেছে। গতকাল যে মেয়েদের আইপিএল হিসেবে খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগে ভেঙেছে সেই গাড়ির জানালার কাচ। ঘটনাটি বেঙ্গালুরুর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার এলিস পেরি উত্তর প্রদেশ ওয়ারিয়র্সের দীপ্তি শর্মাকে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন। সেই শটে বলটি আছড়ে পড়ল টাটা পাঞ্চ ইভি গাড়ির জানালায়। কাচ ভেঙে চুরমার মুহূর্তেই।

ওই ঘটনার পর অস্ট্রেলীয় অলরাউন্ডারকে মনে হচ্ছিল ‘দুষ্টুমি’ করে ধরা পড়ে যাওয়া দুষ্টু ছেলে! অপ্রস্তুত হয়ে পড়া পেরির চেহারা দেখে মজা করতে ছাড়েননি ধারাভাষ্যকারেরা। তাঁদের একজন ধারাভাষ্যে বলেন, ‘তারা (স্পনসর প্রতিষ্ঠান) তোমার কাছে জরিমানার রসিদ পাঠিয়ে দেবে। আমার মনে হয় গাড়িটা সে-ই পাবে। ভেঙেছ যখন গাড়িটা তুমিই রাখো!’

আরও পড়ুন

৩৭ বলে ৫৮ রান করা পেরি পরে নিজেও মজা করেছেন এ নিয়ে। ম্যাচ শেষে মেয়েদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলেন, ‘একটু ঘাবড়ে গিয়েছিলাম, ক্ষতিপূরণ দেওয়ার মতো ইনস্যুরেন্স আমার আছে কি না, ভাবছিলাম সেটিই।’

গাড়ির কাচ ভাঙার পর এলিস পেরি
সংগৃহীত ছবি

গাড়ির কাচ ভাঙার দিনে চারটি ছক্কা মেরেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। জিতেছে তাঁর দলও। পেরির ৫৮ ও অধিনায়ক স্মৃতি মান্ধানার ৮০ রানের ইনিংস বেঙ্গালুরুকে এনে দেয় ১৯৮ রান। রান তাড়ায় উত্তর প্রদেশ থামে ১৭৫ রানে।

আরও পড়ুন