লাহোরে ‘আফগানিস্তান’ খুঁজে পাচ্ছেন হাশমতউল্লাহ

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিছবি: বিসিবি

আফগানিস্তান কি একটু বাড়তি সুবিধাই পেল!

শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে কয়েক দিন ধরেই লাহোরে অবস্থান করছে আফগানিস্তান দল। ম্যাচের ভেন্যু লাহোরে গত কয়েক দিন অনুশীলন করছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা।

আর লাহোরের উইকেটের সঙ্গেও নাকি মিল আছে আফগানিস্তানের উইকেটের। সংবাদ সম্মেলনে এই মিল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। হয়তো এ কারণে বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে আফগানরা ভালো করবে, সেই বিশ্বাসের কথা বারবার বলেছেন শহীদি।

আরও পড়ুন

আফগানিস্তান তাদের সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতে জিতলেও সিরিজের শেষ ওয়ানডেতে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। এর পরের সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আফগানরা অলআউট হয় ৫৯ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ
ছবি: এএফপি

এই দুই সিরিজে আফগান ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে মিডল অর্ডার নিয়ে। সংবাদ সম্মেলনে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়েই লাহোরের উইকেটের সঙ্গে আফগানিস্তানের উইকেটের মিলের বিষয়টি তুলে এনেছেন শহীদি, ‘আগেও বলেছি, আমাদের ব্যাটিং লাইন আপ ভালো। কয়েকটি সিরিজে মিডল অর্ডার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আমরা এটা নিয়ে কথা বলেছি, কাজ করেছি। আর লাহোরের উইকেটের সঙ্গে আফগানিস্তানের উইকেটের মিল আছে। আমরা এই ধরনের উইকেটে ঘরোয়া ক্রিকেট খেলি।’

ব্যাটসম্যানদের অধারাবাহিকতা আফগানদের জন্য সমস্যার কারণ হতে পারে কি না, এই প্রশ্নে শহীদি বলেন, ‘আমার মনে হয় না। আমাদের শক্তির জায়গা বোলিং। আমাদের ব্যাটিংয়েরও অনেক উন্নতি হয়েছে। যেটা আগেও বলছি, যেসব তরুণ খেলোয়াড় দলে এসেছে যেমন ইব্রাহিম, গুরবাজ, তাদের জন্য আমাদের ব্যাটিংয়ে শক্তি বেড়েছে। গত দুই সিরিজের দুটি ম্যাচে আমাদের ব্যাটিং ধস নিয়ে কথা বলেছি। ইনশা আল্লাহ, এটার পুনরাবৃত্তি হবে না।’

আরও পড়ুন

আগামীকালের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আফগান কোচ জোনাথান ট্রট নিজের দলকেই ফেবারিট মানছেন। তবে আফগান অধিনায়ক কে ফেবারিট এই প্রশ্নে সরাসরি কোনো উত্তরই দেননি, ‘দুটি দলই ভালো। বাংলাদেশ খারাপ দল, এটা বলা যাবে না। আমি বিশ্বাস করি, আমার দল ভালো করবে। যারা ভালো করবে, তাদেরই জয় প্রাপ্য।’

অনুশীলনে বাংলাদেশ দল
ছবি: বিসিবি

বাংলাদেশের কাউকে ঘিরে আলাদা পরিকল্পনা নয়, তাদের চিন্তায় পুরো বাংলাদেশ দলই, ‘ক্রিকেট ১১ জনের সঙ্গে ১১ জনের খেলা। অন্য দলের বিপক্ষে যেভাবে পরিকল্পনা করি, সেই একই কৌশলেই খেলব। কয়েক মাস আগেই তাদের বিপক্ষে সিরিজ খেলেছি আর অনেক খেলোয়াড়ের ভিডিও দেখেছি। আমাদের পরিকল্পনা থাকবে কীভাবে জেতা যায়, বল বাই বল পরিকল্পনা করছি।’

হাইব্রিড মডেলের এশিয়া কাপে সূচির যে বিড়ম্বনা, তা আফগানদের পোহাতে হচ্ছে কম। আফগানরা তাদের প্রথম ম্যাচই খেলবে আগামীকাল। যেখানে শ্রীলঙ্কায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দল লাহোরে পৌঁছেছে গতকাল। আগামীকাল মাঠে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে সুযোগটাও খুব একটা পাচ্ছে না। আজ বিকেলে একটি অনুশীলন সেশন করেই আগামীকাল ম্যাচ খেলবেন সাকিব আল হাসানের দল।

আরও পড়ুন