পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে উসমান কি বিপদের সম্মুখীন

উসমান খানফাইল ছবি

বিপদ এবং সম্ভাবনা দুটিই এখন উসমান খানের সামনে!

সম্প্রতি পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ব্যাটসম্যান উসমানকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে উসমান কিংবা পিসিবি সরাসরি কিছু না বললেও দুই পক্ষের মধ্যে যোগাযোগের ব্যাপারটি স্পষ্ট। নইলে তাঁকে ২৮ জনের দলে ডাকার কোনো কারণ নেই। তবে তাতে খেপেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন হয়েছে কি না সেটাই তদন্ত করছে দেশটির ক্রিকেট বোর্ড। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শুধু বোর্ডের সঙ্গে নয়, আইএল টি-টোয়েন্টি, টি–টেনসহ আরব আমিরাতের লিগগুলোতে উসমান স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছেন—সেসব লিগে উসমান কোনো চুক্তি ভঙ্গ করেছেন কি না, সেটাও তদন্ত করছে ইসিবি।

ইসিবির সূত্র মারফত ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চুক্তি ভঙ্গ করলে শাস্তি হিসেবে উসমানকে আর্থিক দিক থেকে লোভনীয় আরব আমিরাতের লিগে নিষিদ্ধ করা হতে পারে।

উসমান চুক্তি লঙ্ঘন করেছেন—এটা প্রমাণিত হলে তাঁর আরব আমিরাতে ‘ওয়ার্ক পারমিট’ ইস্যুতেও প্রভাব পড়তে পারে। নিয়ম অনুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর সে দেশে থাকতে হয়। উসমান আরব আমিরাতে গিয়েছেন তিন বছর হয়ে গেছে, কিন্তু এ সময়ে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি আরব-আমিরাতের বাইরে ছিলেন। তাই প্রক্রিয়াটার মেয়াদ পূরণ হতে এখনো তাঁর ১৪ মাস বাকি।

আরও পড়ুন

তবে উসমান বিশ্বাস করেন, তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। তাঁর দাবি, চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইসিবির যেকোনা ধরনের নিষেধাজ্ঞা তিনি মেনে নিতে রাজি। শোনা গেছে, পিএসএল শেষে উসমানের কাছে পিসিবি জানতে চেয়েছিল, তিনি এখন পাকিস্তানের হয়ে খেলতে চান কি না—এই প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছেন উসমান। এরপর তাঁকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ২৮ সদস্যের ফিটনেস ক্যাম্পে ডাকে পিসিবি।

সর্বশেষ পিএসএল ফাইনালে মুলতান সুলতানসের হয়ে খেলেন উসমান। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানের হয়ে খেলার সম্ভাবনা তেমন একটা দেখেন না। আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ-সুবিধার কথাও বলেছিলেন তিনি। তবে এরপর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। উসমানের চোখে এখন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন!

আরও পড়ুন