ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন বুমরা

উইকেটের জন্য আবেদন করছেন বুমরাএএফপি

প্রতিপক্ষকে বিপদে ফেলাই যশপ্রীত বুমরার কাজ। উইকেট নেবেন, রানও দেবেন না—বুমরার বোলিং বিশ্লেষণ করলে এটাই বলতে হবে। আর এটি তিনি করেন ধারাবাহিকভাবে। প্রতিনিয়ত এমনটা করলে রেকর্ড তো গড়তেই থাকবেন এই ভারতীয় পেসার! এই যেমন গতকাল হেডিংলিতে গড়েছেন নতুন রেকর্ড।

শনিবার দ্বিতীয় দিনের শেষ সেশনে ইংলিশ ওপেনার বেন ডাকেটকে বোল্ড করে বুমরা ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড। এই উইকেটে বুমরা সেনা (SENA) (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়ে যান।

আরও পড়ুন

ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরা। এই দেশগুলোতে তাঁর মোট উইকেট এখন ১৪৮, যা এসেছে মাত্র ৬০ ইনিংসে। এই তালিকায় বুমরার পর আছেন আকরাম (১৪৬)। ৫৫ ইনিংসে ১৪৬টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান কিংবদন্তি। এরপর এই তালিকায় আছেন—অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩)।

৩ উইকেট নিয়েছেন বুমরা
এএফপি

বুমরার উইকেটের সংখ্যাটা কাল আরও বাড়তে পারত। তবে শেষ ওভারে তাঁর বাউন্সারে হ্যারি ব্রুক আউট হলেও নো বলের কারণে বেঁচে যান। এর আগে কাল আউট হওয়া রুট, ডাকেট আর ক্রলি—তিনজনের উইকেটই নিয়েছেন বুমরা। ক্রলি ও রুটকে স্লিপে করুন নায়ারের ক্যাচ বানিয়ে, ডাকেটকে বোল্ড করে। ডাকেটকে ফিরিয়ে আকরামের রেকর্ড ভাঙেন সময়ের এই সেরা বোলার।

হেডিংলি টেস্টে ভারত প্রথম ইনিংসে করেছে ৪৭১ রান। ইংল্যান্ড দ্বিতীয় দিনটা শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০৯ রান।

আরও পড়ুন