টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংস এখন ‘বেবি এবি’ ব্রেভিসের
ব্যাটিংয়ের ধরন এবি ডি ভিলিয়ার্সের মতো। তাই ক্যারিয়ারের শুরুতেই ‘বেবি এবি’ ডাক নাম জুটে গেছে ডেভাল্ড ব্রেভিসের। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এ সংস্করণে কোনো সেঞ্চুরি নেই ডি ভিলিয়ার্সের। তবে বেবি এবি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়ে গেলেন নবম ম্যাচেই। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার হয়ে এ সংস্করণে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছেন ব্রেভিস।
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে ২ উইকেট হারানোর পর পঞ্চম ওভারের শেষ বলে ব্যাটিংয়ে নামেন ব্রেভিস। এরপর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৫ রান। ভেঙেছেন ২০১৫ সালে ফাফ ডু প্লেসির গড়া ১১৯ রানের রেকর্ড। ডু প্লেসি জোহানেসবার্গে রেকর্ডটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ব্রেভিসের ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল রুতুরাজ গায়কোয়াড়ের। ভারতীয় ব্যাটসম্যান ২০২৩ সালে গুয়াহাটিতে ৫৭ বলে খেলেছিলেন অপরাজিত ১২৩ রানের ইনিংস।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ
৪১ বলে সেঞ্চুরি করেছেন ব্রেভিস, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরিটি ডেভিড মিলারের, ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে।
ব্রেভিসের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির সর্বোচ্চ।