টি–টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেট সাকিবের

২২ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসানছবি: শামসুল হক

বোলিং শুরু করেছিলেন টিম সাউদির চেয়ে ৩ উইকেট পিছিয়ে থেকে। দুই ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে তৃতীয় ওভারে চতুর্থটিও তুলে নিলেন সাকিব আল হাসান। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

এর আগেও একবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে যান তিনি। এক বছর পর ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি।

আরও পড়ুন

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে সাকিব অবস্থান করছিলেন ১৩১ উইকেটে, সাউদির ১৩৪। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই লোরকান টাকারকে তুলে নেন সাকিব।

টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট

পরের ওভারের প্রথম বলে বোল্ড করেন রস অ্যাডাইরকে। একই ওভারের শেষ বলে গ্যারেথ ডিলানিকে লিটন দাসের ক্যাচ বানিয়ে নেন তৃতীয় উইকেট, যার মাধ্যমে উইকেটসংখ্যায় সাউদির পাশে বসেন সাকিব।

আরও পড়ুন

এর পর এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যেতে আর বেশি বল লাগেনি। ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিবের স্টাম্প সোজা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জর্জ ডকরেল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চেয়ে বসেন তিনি। তৃতীয় আম্পায়ার আউট নিশ্চিত করতেই টি–টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের একক মালিক হয়ে যান সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পথে টিম সাউদিকে টপকে গেছেন সাকিব
ছবি: প্রথম আলো

পরে হ্যারি টেক্টরকে আউট করে ম্যাচে ৫ উইকেটও পূর্ণ করেন টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার।

আরও পড়ুন