রিশাদের ছক্কার সঙ্গে বাংলাদেশের শেষের প্রতিরোধের রেকর্ড

ইনিংসে ৭টি ছক্কা মেরেছেন রিশাদ হোসেনশামসুল হক

নুয়ান তুষারার হ্যাটট্রিকে বাংলাদেশের নাটকীয় ধস, এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের ঝড়। সিলেটে শেষ টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে এ ম্যাচে দেখা গেছে বেশ কিছু রেকর্ড—

মাত্র দ্বিতীয়বার তিন ম্যাচ সিরিজের সব কটি ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামল বাংলাদেশ। এর আগে এমন ঘটনা ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে। সেবারও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে গিয়ে হেরেছিল বাংলাদেশ।

২৪/৫

টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয়বার এত কম রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। আগের একমাত্র ঘটনাটি ২০১১ সালে, পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সেবার ২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল তারা।

হ্যাটট্রিকের পর নুয়ান তুশারাকে ঘিরে শ্রীলঙ্কার উদ্‌যাপন
প্রথম আলো
৩২/৬

এই প্রথম এত কম রানের মধ্যে ৬টি উইকেট হারাল বাংলাদেশ। আগের রেকর্ড ছিল ৩৯/৬, মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচেই।

আরও পড়ুন
১১৪

শেষ ৪ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ মোট রান এখন এটিই। আগের সর্বোচ্চ ছিল ৮৮, ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪৫ রানের লক্ষ্যে সেবার ৬০ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেনের ২৬ বলে ৫২ রানের ইনিংসে বাংলাদেশ পায় ৩ উইকেটে জয়। এবার অবশ্য ফলটা পক্ষে এল না বাংলাদেশের।

সপ্তম-দশম উইকেট জুটিতে সর্বোচ্চ রান

৫৩

আট বা এরপরে নেমে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এখন রিশাদের। আগের সর্বোচ্চ ছিল আফিফ হোসেনের, ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। এত নিচে নেমে বাংলাদেশের ফিফটি ইনিংস এ দুটিই।

এক ইনিংসে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও হয়ে গেছে রিশাদের। আগের সর্বোচ্চ ছিল জাকের আলীর, এ সিরিজেরই প্রথম ম্যাচে। ৫টি করে ছক্কা আছে নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের।

আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আট বা পরে নামা পূর্ণ সদস্যদেশগুলোর কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন রিশাদেরই। সব মিলিয়ে রেকর্ডটি বেলজিয়ামের সাবের জাখিলের—৮টি।

প্রথম আলো গ্রাফিকস

ষষ্ঠ বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নুয়ান তুশারা। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লির হ্যাটট্রিক ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেই প্রথম।

লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথের পর চতুর্থ শ্রীলঙ্কান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট নিলেন নুয়ান তুশারা। মালিঙ্গা ও মেন্ডিসের এ কীর্তি আছে দুবার করে। বাংলাদেশের বিপক্ষেও ইনিংসে ৫ উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি। ভারতের দীপক চাহার, ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ও অ্যাডাম জাম্পা এর আগে ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।