র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের খুব কাছে লিটন

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার–সেরা ১১তম অবস্থানে উঠে এসেছেন লিটনছবি: এএফপি

সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন দাসের সেরা বছর ছিল ২০২২। তিন সংস্করণের ক্রিকেটে করেছেন ১৯২১ রান, যার মধ্যে ১০ টেস্টে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেন ৮০০ রান। বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে, বছর শেষ করেন র‍্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে থেকে।

নতুন বছরের প্রথম সপ্তাহে আরও একধাপ এগিয়েছেন লিটন। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান এখন ১১তম।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ সেরা দশের এত কাছাকাছি পৌঁছাতে পারেননি। লিটনের আগের ১২তম অবস্থানও ছিল বাংলাদেশের সেরা।

আরও পড়ুন

লিটন সর্বশেষ টেস্ট খেলেছেন ২৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে। এরপরও আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন উসমান খাজা পিছিয়ে যাওয়ায়। গত বছরের শেষ র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ান বাঁহাতি ছিলেন ১০ নম্বরে। রেটিং ছিল ৭১৯।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে মাত্র ১ রান করায় হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিনি পিছিয়ে পড়েন। ৭০০ রেটিংয়ে দুই ধাপ পিছিয়ে খাজা নেমে গেছেন ১২তমতে। যে কারণে ৭০২ রেটিংধারী লিটন এগিয়েছেন এক ধাপ।

আরও পড়ুন

খাজা অবশ্য চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৯৫ রানে অপরাজিত আছেন। টেস্ট শেষের র‍্যাঙ্কিংয়ে আবার এগিয়ে যেতে পারেন তিনি।

লিটনের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল তামিম ইকবালের ১৪। গত বছরের মার্চে প্রথমবারের মতো ১২তম স্থানে উঠে আসেন লিটন। মাঝে পিছিয়ে গেলেও বছরও শেষ করেন একই স্থানে। তবে নতুন বছরের শুরুতেই উঠে এসেছেন সেরা দশের খুব কাছে।

আরও পড়ুন