কীভাবে বোলিং করতে হয়, নিউইয়র্কে গিয়ে ‘শিখলেন’ ডেল স্টেইন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন ডেল স্টেইন (বাঁয়ে)এএফপি

নিউইয়র্কে ক্রিকেট বিশ্বকাপ। অন্য রকম এক অভিজ্ঞতাই। তবে সে শহরে গিয়ে ‘নতুন’ এক অভিজ্ঞতা হলো ডেল স্টেইনের। তিনি যে সেখানেই শিখলেন ক্রিকেট বোলিং!

এতটুকু পড়ে আপনার মনে হতেই পারে, বলে কী! যিনি ১৪ বছরের বেশি সময় ধরে টেস্ট ম্যাচ খেলেছেন, সেই স্টেইনকে কেন বোলিং শিখতে হবে নতুন করে!

সেটিই হয়েছে। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। এটিতে ধারাভাষ্য দিচ্ছেন ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টেইন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার। তাতে ক্যাপশনে লিখেছেন, ‘টুক আ বাইট আউট্টা বিগ অ্যাপল।’ সাধারণত এ কথা দিয়ে নিউইয়র্ককে চেনাজানার ব্যাপার বোঝানো হয়। তা সেই নিউইয়র্ককে কেমন জানলেন স্টেইন?

আরও পড়ুন

স্টেইনের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ক্রিকেট বোলিং এক্সপেরিয়েন্স’ নামের একটি জায়গা। সেখানে নেট দিয়ে ঘেরা একটা কৃত্রিম পিচের এক প্রান্তে উইকেট রাখা। একজন স্টাফ আগ্রহীদের শেখাচ্ছেন—কীভাবে ক্রিকেটের বোলিংটা করতে হয়।

স্টেইন গিয়েছিলেন সেখানেই। কীভাবে হাত ঘোরাতে হবে, কীভাবে বল উইকেটের আগেই ‘বাউন্স’ করাতে হবে—স্টেইনকে এমন পরামর্শ দিচ্ছিলেন সেই ‘স্টাফ’। একটা ডেলিভারির পর স্টেইনকে বাহবাও দিতে শোনা গেছে। আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে রেকর্ড ২৬৪ সপ্তাহ শীর্ষে থাকা স্টেইনের পরিচয় সম্বন্ধে যে সেই স্টাফের কোনো ধারণাই নেই—সেটি স্পষ্টই।

আরও পড়ুন

ভিডিও দেখে মনে হয়েছে, স্টেইন বেশ মজাই পেয়েছেন। সেই স্টাফকে কোনো ধারণাই পেতে দেননি তাঁর পরিচয় সম্বন্ধে।

অবশ্য ইনস্টাগ্রামে স্টেইন এই ভিডিও পোস্ট করার পর অনেকেই এসে মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘সিংহকে শেখানো হচ্ছে কীভাবে শিকার করতে হয়।’ আরেকজন লিখেছেন, ‘খাটতে থাকো যুবক। একদিন তুমি কিংবদন্তি হবে।’ অবশ্য আরেকজনের ওই স্টাফের প্রতি একটু মায়াই হয়েছে, ‘যদি জানত কার সঙ্গে কথা বলছে!’

স্টেইনের এই বোলিং শেখার ভিডিও দেখে মজা পেয়েছেন ট্রেন্ট বোল্টও। কিউই পেসার ওই ভিডিওতে হাসির ইমোজিসহ মন্তব্য করেছেন এভাবে, ‘দুর্দান্ত’!