ভারতের পেসার শামিকে মেরে ফেলার হুমকি, এক কোটি রুপি দাবি
মেইল করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ভারতের পেসার মোহাম্মদ শামিকে। গত রোববার তিনি এই মেইল পান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ বিষয়ে উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গতকাল সোমবার একটি এফআইআর করা হয়েছে। ভারতের বার্তা সংস্থা আইএএনএস এই এফআইআর সম্পর্কে জানতে পেরেছে।
আইএএনএস জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এফআইআর করা হয়। তবে এই এফআইআর নিবন্ধন করা হয়েছে শামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে মেইলে হুমকি দাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়।
এফআইআর অনুযায়ী, মেইলে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে এক কোটি রুপিও দাবি করেন হুমকিদাতা। শামি এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। পুলিশ তদন্তে নেমেছে।
হায়দরাবাদের হয়ে এবার আইপিএলে ৯ ম্যাচে ৫৬.১৬ গড়ে ৬ উইকেট নিয়েছেন শামি। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে হায়দরাবাদ। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ে হায়দরাবাদ। শামি অবশ্য গত মার্চে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন। ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পথে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে নেন ৫ উইকেট।
গত মাসে ভারতের কোচ গৌতম গম্ভীরকেও মেইল করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং গম্ভীরকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে। ডিসিপি (কেন্দ্রীয়) ভি হর্ষবর্ধন এ নিয়ে বলেন, ‘গৌতম গম্ভীরের সঙ্গে সংশ্লিষ্ট একটি ই–মেইল আইডিতে মেইল করে হুমকি দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। ব্যাপারটি তদন্ত করা হচ্ছে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই দিল্লি পুলিশের নিরাপত্তাবলয়ে আছেন। কী ধরনের নিরাপত্তায় আছেন, তা নিয়ে আমরা কিছু বলতে পারছি না।’
ভারতের কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মৃত্যুর হুমকি পান গম্ভীর। এমন হুমকি অবশ্য এবারই তিনি প্রথম পেলেন না। এর আগে ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেই এমন মেইল পেয়েছিলেন।