default-image

খেলা শুরুর ঠিক আগমুহূর্তে স্টোকসকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান জস বাটলার। এর আগে ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় স্টোকস বলেছিলেন সিদ্ধান্তটা তাঁর জন্য কতটা কঠিন ছিল, ‘বিদায়ের সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুর্দান্ত ছিল এই পথচলা।’

এরপরই স্টোকস নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাটা দিয়েছেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন