মানকাডিং সমর্থন করেন কি না প্রশ্নে নীরব বিশ্বকাপের সব অধিনায়ক

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়কের সেলফিছবি: আইসিসি

মানকাডিং নিয়ে আলোচনাটা কি আর থামবে না!
বোধ হয় না। কারণ, ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’ এ আউটকে সাধারণ রানআউটের স্বীকৃতিই দিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। গত ১ অক্টোবর এই আইন চালু হয়েছে। মানকাডিং সাধারণ রানআউটের স্বীকৃতি পেলেও এ নিয়ে এখনো বিতর্ক থামেনি, বিষয়টির পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকেই।

এবার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সংবাদ সম্মেলনেও অধিনায়কদের সামনে উঠেছিল এই প্রশ্ন। নন-স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান আগেভাগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাঁকে আউট করবেন কি না—এমন প্রশ্নে অবশ্য অধিনায়কদের কেউই মুখ খোলেননি। বিশ্বকাপের ১৬ দলের সব অধিনায়কই চুপ করে ছিলেন।

এই প্রশ্নে চুপ করে থাকলেও মিচেল স্টার্কের এক ঘটনায় মুখ খুলতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ঘটনাটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের। স্টার্কের ওভারে জস বাটলার বল করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। এমন অবস্থায় স্টার্ক দীপ্তি শর্মার কথা মনে করিয়ে দিয়ে তাঁকে এমনটি না করার জন্য সতর্ক করেন। স্টার্ক বাটলারের উদ্দেশে বলেন, ‘আমি দীপ্তি নই, তবে আমিও এমনটা করতে পারি। স্টাম্প মাইকে ধরা পড়ে স্টার্কের এ কথা।’

মিচেল স্টার্ক
ছবি: আইসিসি
আরও পড়ুন

এ নিয়ে অবশ্য অ্যারন ফিঞ্চ স্টার্কের পাশেই দাঁড়িয়েছেন। ফিঞ্চ বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই আউটের ভক্ত নই। তবে আমি মনে করি, সতর্কতা পাওয়ার পরও যদি কেউ না শোনেন, তাহলে এভাবে আউট করা ভুল হবে না।’

আজ মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হয় টি–টোয়েন্টি বিশ্বকাপের ১৬ অধিনায়কের সংবাদ সম্মেলন। ৮ জন করে মোট দুটি ভাগে ১৬ দলের অধিনায়ক হাজির হন এই অনুষ্ঠানে। প্রথম ৮ দলের অধিনায়ক হিসেবে হাজির হয়েছিলেন ফিঞ্চ, শানাকা, উইলিয়ামসন ও নবীরা।

মানকাডিং সমর্থন করেন কি না প্রশ্নে চুপ ছিলেন বিশ্বকাপের সব অধিনায়ক
ছবি: আইসিসি

এরপর শেষ ৮ দলের অধিনায়ক হিসেবে মঞ্চে আসেন ভারতের রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পাকিস্তানের বাবর আজম, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, বাংলাদেশের সাকিব আল হাসান ও আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি।

সেখানে নানা প্রশ্নের উত্তর দেন অধিনায়কেরা। তবে একটি প্রশ্নে তাঁরা কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান চুপ থেকে! সেই প্রশ্ন আর কিছু নয়—মানকাডিং নিয়ে।

আরও পড়ুন