জাতীয় দলের অনুশীলনই মৃত্যুঞ্জয়ের ‘অর্জন’

জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীআনিস মাহমুদ

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী। তাসকিন আহমেদের চোটে দলে সুযোগ পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত খেলার সুযোগ হবে কি না, স্বাভাবিকভাবেই সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে জাতীয় দলের হয়ে অনুশীলনের সুযোগ পাওয়াটাই এখন বড় অর্জন মনে হচ্ছে বাঁহাতি এ পেসারের।

আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে আজ সিলেটে তিন দিনের রুদ্ধদ্বার প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আইপিএলে খেলতে ভারতে থাকা মোস্তাফিজুর রহমান ও লিটন দাস, ছুটিতে থাকা সাকিব আল হাসান বাদে বাকিদের নিয়ে শুরু হয়েছে এ ক্যাম্প।

সেখানেই আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় দলের হয়ে অনুশীলনের অনুভূতি মৃত্যুঞ্জয় জানালেন এভাবে, ‘আমার জন্য একটা রোমাঞ্চকর মুহূর্ত বলা যায়। দলের ভেতরে থেকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা বড় একটা অর্জন। ভালো লাগাও কাজ করেছে। নতুন কিছু শিখতে পারছি। সে হিসেবে দিনটা ভালো গেছে।’

সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প
আনিস মাহমুদ

মৃত্যুঞ্জয় বলেছেন ব্যক্তিগত লক্ষ্যের কথাও, ‘সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেটি করলেই ভালো কিছু হয়ত আসবে। তবে পারফরম্যান্স থেকে শুরু করে খেলোয়াড়ের হাতে অনেক কিছুই থাকে না, আমার হাতে কঠোর পরিশ্রম করা ও আগ্রহের ব্যাপারটি আছে। আল্লাহ লিখে রাখলে ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার উইকেটের সঙ্গে মিল, সঙ্গে ঢাকার গরম আবহাওয়ার কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ক্যাম্পের জন্য বেছে নিয়েছেন সিলেটকে। প্রথম দিনের অনুশীলনে কী হলো, সে প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, ‘অনুশীলন যেটি হয়েছে, ম্যাচ আবহে—প্রথম ১০ ওভার কীভাবে খেলতে হবে, শেষে কীভাবে খেলতে হবে। এ অনুযায়ী ব্যাটসম্যানকে যে পরিকল্পনা অনুযায়ী নামানো হয়েছে, তারা সেভাবে ব্যাটিং করেছে। আজ ম্যাচের অমন আবহের সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’

প্রস্তুতি ক্যাম্পে রনি তালুকদার
আনিস মাহমুদ

সিলেটের ক্যাম্প দলের জন্য কাজে দেবে বলে মনে করেন ২১ বছর বয়সী এই পেসার, ‘ইংল্যান্ডের উইকেটে বাউন্স আছে, সিলেটের উইকেটেরও সুনাম আছে অমন। আজও অনুশীলন করলাম, বাউন্স ছিল। তো এটা সহায়তা করবে। একেবারে তো আর ইংল্যান্ডের মতো উইকেট হওয়া সম্ভব নয়, যতটুকু হয়েছে সামনে ভালো কাজে দেবে।’