কোহলিদের উদ্যাপনে মর্মান্তিক মৃত্যু: বেঙ্গালুরুর বিপণনপ্রধান গ্রেপ্তার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল-চ্যাম্পিয়ন উদ্যাপনে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দলটির এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনার জেরে বেঙ্গালুরুর পুলিশপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
৩ জুন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল-২০২৫ জেতে আরসিবি। আইপিএলের ১৮ বছরের মধ্যে এটি আরসিবির প্রথম শিরোপা। পরদিন দলটি বেঙ্গালুরু পৌঁছালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারান, আহত হন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, আরসিবির উদ্যাপন ঘিরে মর্মান্তিক ঘটনার পর বেঙ্গালুরু পুলিশ ফ্র্যাঞ্চাইজিটির বিপণনপ্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। তার আগে কর্ণাটক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে বরখাস্ত করেন। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্ত কুমার সিংকে।
বেঙ্গালুরু পুলিশ বৃহস্পতিবার একটি এফআইআর দায়ের করে জানিয়েছে, ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের আশপাশে বিজয় মিছিল আয়োজনের জন্য আরসিবিকে পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের দাবি, ৪ জুন ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তাদের সদস্যরা দায়িত্বে ছিলেন, তাই দিনের বেলায় আরেকটি বড় জমায়েত সামাল দেওয়া সম্ভব ছিল না।
পুলিশের অভিযোগ, অনুমতি না থাকা সত্ত্বেও আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট (ইভেন্ট পার্টনার) ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে মিছিলের আয়োজন করে। এমনকি ৪ জুন আরসিবি তাদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে মিছিলের ঘোষণা দেয় এবং বিনা মূল্যে স্টেডিয়ামের প্রবেশের আমন্ত্রণ জানায়। কিন্তু পুলিশ বা সাধারণ জনগণকে জানানো হয়নি কীভাবে এই প্রবেশপত্র বিতরণ করা হবে, যা বিশৃঙ্খলার মূল কারণ হয়ে দাঁড়ায়।
এফআইআরে আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের বারবার নিষেধ ও নিরাপত্তা ঝুঁকির কথা জানানো হলেও আয়োজকপক্ষ নিজেদের মতো করেই কর্মসূচি চালিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণাটক রাজ্য সরকার ও আরসিবির মালিকানাধীন প্রতিষ্ঠান ডায়াজিও যৌথভাবে নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা দিয়েছে।
তবে এখন পর্যন্ত আরসিবি বা গ্রেপ্তারকৃত কর্মকর্তা নিখিল সোসালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।