বেশি দিন আগে নয়, গত মাসেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছিল পাকিস্তান। আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থানে উঠেছিল বাবর আজমের দল। কিন্তু সেই শীর্ষস্থান ফিরে পেতে অস্ট্রেলিয়ার বেশি দিন সময় লাগল না।

এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু এ ম্যাচের আগে বাবরের দল খবর পেল, তারা আর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নেই। প্রথম ম্যাচের পর কাল দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন বাবর

কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া
ছবি: এএফপি

গতকাল ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। অন্যদিকে, ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান।

পাকিস্তান অবশ্য আজই আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারে। এ জন্য এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে হবে তাদের। ভারতকে আজ হারাতে পারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২।

আরও পড়ুন

শ্রীলঙ্কার কাছে হারের যে ব্যাখ্যা দিলেন সাকিব

১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে ভারত। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে নিউজিল্যান্ড, কিউইদের রেটিং পয়েন্ট এখন ১০৬। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তালিকার পঞ্চম স্থানে। এরপরই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের চেয়ে তাদের রেটিং পয়েন্ট ২ কম।