সেঞ্চুরির সব রেকর্ড কি ভেঙে দেবে ইংল্যান্ড–ভারত সিরিজ
পাঁচ ম্যাচের সিরিজ। চার ম্যাচ শেষেই সেঞ্চুরি হয়ে গেছে ১৮টি। ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড হয়ে গেছে এরই মধ্যে। আগের রেকর্ডটা ছিল ১৫ সেঞ্চুরির। ১৯৯০ সালে সেই সিরিজেও ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল ভারত। তবে সিরিজটি ছিল তিন ম্যাচের।
ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা তো হয়েই গেছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ভেঙে যেতে পারে বিশ্ব রেকর্ডই। ওভালে সিরিজ-নির্ধারণী শেষ টেস্টে আর ৪টি সেঞ্চুরি পেলেই তো নতুন বিশ্ব রেকর্ড দেখবে ক্রিকেট। টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি দেখেছে ১৯৫৫ সালে। অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই দল মিলে সেঞ্চুরি করেছিল ২১টি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ১২টি ও ওয়েস্ট ইন্ডিয়ানরা ৯টি সেঞ্চুরি করেছিলেন সেই সিরিজে।
সিরিজে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট। টেস্টে এক সিরিজে যা বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে এখনো। তবে এবার ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির পাশে বসার সুযোগ আছে শুবমান গিলের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার ম্যাচেই ৪টি সেঞ্চুরি করে ফেলেছেন ভারত অধিনায়ক। ওভালে গিল আরেকটি সেঞ্চুরি পেলেই ঘুচবে ওয়ালকটের ৭০ বছরের নিঃসঙ্গতা। আর গিল জোড়া সেঞ্চুরি পেয়ে গেলে যে ৭০ বছরের পুরোনো রেকর্ডটা খোয়াবেন ওয়ালকট, সেটি না বললেও চলত।
১৯৫৫ সালে ওয়ালকটের সেই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি করেছিলেন দুই অস্ট্রেলিয়ান নিল হার্ভি ও কিথ মিলার। এ ছাড়া একাধিক সেঞ্চুরি পেয়েছিলেন আরেক অস্ট্রেলিয়ান কলিন ম্যাকডোনাল্ড। সেই সিরিজে ১২ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। এত দিন এটাই ছিল এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। ওভাল টেস্ট শেষে আর থাকবে কি না, সেটিই প্রশ্ন! এবারের ভারত-ইংল্যান্ড সিরিজে যে এরই মধ্যে ১২ ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়ে গেছেন।
সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি গিলের। ২টি করে সেঞ্চুরি পেয়েছেন ভারতের লোকেশ রাহুল, ঋষভ পন্ত ও ইংল্যান্ডের জো রুট। এ ছাড়া ১টি সেঞ্চুরি পেয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সোয়াল, ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের জেমি স্মিথ, বেন ডাকেট, হ্যারি ব্রুক, বেন স্টোকস ও ওলি পোপ।
এক সিরিজে কোনো দলের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ডাকছে ভারতকে। চলমান সিরিজে ১১টি সেঞ্চুরি করেছেন ভারতীয়রা। বিশ্ব রেকর্ড গড়তে আর দুটি সেঞ্চুরি দরকার। এক সিরিজে ১২ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।