র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবরদের যে খুঁত দেখছেন বুচার
সামনেই ওয়ানডে বিশ্বকাপ। সে বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে বাবর আজমের দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান জিতেছে প্রথম চার ম্যাচেই।
অধিনায়ক বাবর নিজে তো ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেনই, পাকিস্তানও উঠে গেছে প্রথমবারের মতো ওয়ানডেতে দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষে। এরপরও এই পাকিস্তান দলে সমস্যা দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার।
পাকিস্তান ওয়ানডে দলে ওপেনার হিসেবে ইমাম-উল-হক ও ফখর জামানের জায়গা পাকা। দুজনই আছেন দুর্দান্ত ছন্দে। তিন নম্বরে আসেন অধিনায়ক বাবর। ওয়ানডে ক্রিকেটে বাবর সময়ের সেরাদের একজন।
এ সংস্করণে খেলা সর্বশেষ ১৭ ইনিংসের মধ্যে ১৪ ইনিংসেই ৫০ বা এর চেয়ে বেশি রান করেছেন পাকিস্তান অধিনায়ক। সম্প্রতি হাশিম আমলার রেকর্ড ভেঙে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডও গড়েছেন। তাই টপ অর্ডার নিয়ে আপাতত দুশ্চিন্তা না করলেও চলছে পাকিস্তানের।
চিন্তার জায়গাটা পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে। মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউই মিডল অর্ডারে সেভাবে থিতু নন। আগা সালমান, শান মাসুদরা এখনো জায়গাটা নিজেদের করে নিতে পারেননি। ধারাভাষ্য দিতে পাকিস্তানে থাকা বুচারও ঠিক এ সমস্যার দিকেই ইঙ্গিত করেছেন।
উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে বুচার বলেছেন, ‘পাকিস্তান বিস্ফোরক দল। টপ অর্ডার দুর্দান্ত। ফখর, বাবর, ইমাম—সবাই ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আছে। তবে তাদের মিডল অর্ডারে কিছুটা খুঁত আছে। পাঁচ, ছয় ও সাত নম্বরে এবং ফিনিশার ও অলরাউন্ডার হিসেবে কে খেলবে, এটা তারা এখনো ঠিক করতে পারেনি।’
অবশ্য এর বাইরে পাকিস্তানের বোলিং নিয়েও কোনো সমস্যা দেখছেন না বুচার। সব মিলিয়ে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনাই দেখছেন ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যান, ‘পাকিস্তানের বোলিংটাও বিস্ফোরক, তা পেসারদের যে কম্বিনেশনই খেলুক না কেন। লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে শাদাব দুর্দান্ত। তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। আমি মনে করি, বিশ্বকাপে তাদের ভালো সুযোগ আছে।’